adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী বললেন- আরেকটি নির্বাচনের জন্য বিএনপিকে সাড়ে ৪ বছর অপেক্ষা করতে হবে

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সংবিধান অনুযায়ী হয়েছে, সাড়ে চার বছর পর সংবিধান অনুযায়ীই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন নয়, বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য আরও সাড়ে চার বছর অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হাসুমনির পাঠশালা আয়োজিত ‌‌‘ঐতিহাসিক ১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপির ভুল সিদ্ধান্তের কারণে গত দুটি নির্বাচনে জনগণ থেকে তারা দূরে সরে গেছে। আপনাদের অনুরোধ জানাবো, সাড়ে ৪ বছর ধরে আপনাদের দলকে সংগঠিত করুন।

‌‘বিএনপিতে যারা দুর্নীতির দায়ে, সন্ত্রাসের দায়ে সাজাপ্রাপ্ত, তাদের নেতৃত্ব থেকে অপসারণ করুন। দলে নতুন নেতৃত্ব তৈরি করুন, তাহলে দল ঘুরে দাঁড়াবে,’ বিএনপিকে হাছান মাহমুদের পরামর্শ।

তিনি বলেন, অপরাজনীতি পরিহার করুন। দেশের স্বার্থে উন্নয়ন-অগ্রগতির স্বার্থে রাজনীতি করুন। আপনারা অবশ্যই সংসদে ও রাজপথে সরকারের সমালোচনা করবেন।

‘সরকার গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে। আমরা শুধু বস্তুগত উন্নয়ন চাই না, উন্নয়নের পাশাপাশি একটা উন্নত জাতি গঠন করতে চাই। সেজন্য মেধার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে।’

হাসুমনির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া