adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে নির্বাচিত ২৩৩ এমপি হত্যা-ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য সমাপ্ত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নির্বাচিত পার্লামেন্ট সদস্যের মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে ফোজদারি মামলা রয়েছে। যা ২০১৯ সালে নির্বাচিত এমপিদের ৪৫ শতাংশ। এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই সংখ্যা ছিল ১৮৫ জন (৩৪ শতাংশ)। ফলে গত নির্বাচন থেকে এই পাঁচ বছরের এই সংখ্যা বেড়েছে ৪৮ জন।

রবিবার ন্যাশনাল ইলেকশন ওয়াচ (এনইডব্লিউ) ও অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস(এডিআর) নামের দুটি সস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস।

এডিআরের নির্বাচন বিষয়ক প্রধান অনিল ভার্মা বলেন, এসব নির্বাচিত সাংসদের মধ্যে ১৫৯ (২৯%) জনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ২০১৪ ও ২০০৯ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ১১২ ও ৭৬ জন।
কেরেলার ইদুক্কিতে নির্বাচিত কংগ্রেসের এমপি ডিন কারিয়াকোজের বিরুদ্ধে ২০৪টি অপরাধের মামলা রয়েছে বলেও জানান ভার্মা।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি থেকে এককভাবে নির্বাচিত ৩০৩ এমপির মধ্যে ১১৬ এবং কংগ্রেসের ৫২ এমপির মধ্যে ২৯ জনের নামের মামলা রয়েছে। বাকিরা অন্যান্য দলের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া