adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে শেল বিস্ফোরণে ২ সেনা নিহত, আহত ১০

ডেস্ক রিপাের্ট : বান্দরবানের শোয়ালক ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনাবশত পরিত্যক্ত শেল বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত দুই সেনা সদস্য হলেন জাহিদুল ইসলাম (২৯) ও রিপন চাকমা। এদের মধ্যে রিপন চাকমাকে (২৭) হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ সেনা সদস্য।

শুক্রবার বেলা ১১টার দিকে বান্দরবানের সোয়ালোক ইউনিয়নের আমতলী এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলামের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এবং রিপন চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলায়।
আহতদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন- সৈনিক আসাদ, নিপুণ চাকমা, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফ।
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। আাগামীকাল শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় ওই বিস্ফোরণ ঘটে।
হতাহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা এখন সেখানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ইউপি সদস্য আছুমং জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর হতাহতদের নিয়ে যেতে দেখেছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে সেনাবাহিনীর কোনো সদস্য অফিসিয়ালি আমাদেরকে কিছু জানায়নি।
বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, পরিত্যক্ত শেল বিস্ফোরণে দুই সেনা সদস্যের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। -আরটিভি অনলাইন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া