adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকায় বোমা হামলার ঘটনায় একদল পাকিস্তানি আটক

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় ইস্টার সানডের প্রার্থনার সময় হামলায় ৩৬০ জন নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে এক মিসরীয় ও বেশ কয়েকজন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে।-খবর ডন অনলাইনের

তবে তিন গির্জা ও তিন বিলাসবহুল হোটেলে ওই হামলার ঘটনায় তারা সরাসরি যুক্ত কিনা, তা নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি পুলিশ।

বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়াল ৭৬ জন। যাদের মধ্যে এক সিরীয় নাগরিকও রয়েছেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, রাতে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে একজনর সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক রয়েছে।

আটক মিসরীয়র কোনো বৈধ পাসপোর্ট নেই। রাজধানী কলম্বো থেকে ৭০ কিলোমিটার দূরে একটি প্রতিষ্ঠানে তিনি আরবি পড়াতেন। গত সাত বছর ধরে তিনি দেশটিতে বসবাস করে আসছিলেন।

পুলিশের এক মুখপাত্র বলেন, আটক বিদেশিদের মধ্যে একদল পাকিস্তানিও রয়েছেন। বিদেশিদের একটি বড় সংখ্যার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা শ্রীলংকায় থাকছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া