adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ক্ষমতা মানে ইসলামি বিশ্বের ক্ষমতা – বললেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইহুদিবাদ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সামরিক ক্ষমতা এই অঞ্চলের দেশগুলোর ক্ষমতা, ইসলামিক বিশ্বের ক্ষমতা।

বৃহস্পতিবার দেশটির সেনা দিবসে দীর্ঘ বক্তৃতায় তিনি ইসলামিক প্রজাতন্ত্রের শত্রু হিসেবে ইসরাইলের কথা তুলে ধরেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে বলেন, অঞ্চলগুলোর জাতি শতাব্দী ধরে একে অপরের পাশে বসবাস করেছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না। যদি কোনো সমস্যা হয়, তবে অন্যের কারণে হবে।

তিনি বলেন, আসুন একসঙ্গে দাঁড়াই, এক হই এবং এ অঞ্চল থেকে আগ্রাসনকে ঠেকাই।

রুহানি প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশে বলেন, ইরানের সামরিক বাহিনী আপনার বা আপনাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে না কিন্তু আক্রমণকারীদের বিরুদ্ধে।

তিনি বলেন, আমাদের সামরিক ক্ষমতা এই অঞ্চলের দেশগুলোর ক্ষমতা, ইসলামিক বিশ্বের ক্ষমতা।

যদি আমরা এই অঞ্চলে বিপদে পড়ি, তাহলে এটি ইহুদিবাদী বা আমেরিকানরা আরও ঔদ্ধত্য হবে।

রুহানি মুসলিম জাতিকে ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, গত ৭০ বছর এই অঞ্চলে ইসরাইল অপরাধ সংঘটিত করে আসছে। তিনি বলেন, চূড়ান্ত বিজয় অবশ্যই ধার্মিকদের হবে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শপথ করে বলেছেন, ইসরাইলের প্রতিবেশী উত্তরপূর্ব এই অঞ্চলে ইরানের সামরিক বাহিনীর দীর্ঘ উপস্থিতি মেনে নেবে না।

রুহানি বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, ইরানের বাহিনীকে অপমান করা হচ্ছে ইরানের মহান জাতিকে অপমান করা।

আমেরিকার নেতারা তাদের সম্মান হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন এই অঞ্চলের সন্ত্রাসের উৎস। সূত্র: এএফপি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া