adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গুলশান বনানীতে খাবারে ভেজাল: আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ভেজাল খাবার প্রতিরোধে ঝটিকা অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে মঙ্গলবার সংস্থাটি রাজধানীর গুলশান বনানী ও বাড্ডা এলাকায় ১১ প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করে।

অধিদফতর সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন, সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ও উক্ত তদারকিতে এপিবিএন ১১ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে অধিদফতরের উপপরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রতিদিন এই অভিযান পরিচালনা করা হচ্ছে। দিনে তিনটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করছে। সেখানে খাবারে কোনো ধরনের সমস্যা পেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

অধিদফতর সূত্রে জানা যায়, গুলশান বনানী ও বাড্ডা এলাকায় সুমি জেনারেল স্টোরকে ৩৭ ধারা ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রিয় স্টোরকে ৫ হাজার টাকা, দি স্মোককে ৫০ হাজার টাকা, কসমেটিক্স ফেয়ারকে ৫ হাজার টাকা, সুমি ফেব্রিক্সকে ৫০০০ হাজার টাকা, ম্যাচিং ফ্যাশন ৫০০০ টাকা, ক্যান্ডি ফ্লস ১৫০০০ টাকা, শুশিতাই ৫০ হাজার টাকা, এবাকাস ৫০ হাজার টাকা, তাবাক কফি ৫০ হাজার টাকা, চা টাইমকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া