adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক পুলিশ কর্মকর্তা বললেন-বর্তমানে অধিকাংশ ওসি সরাসরি মন্ত্রীদের কাছে গিয়ে বসে থাকেন

ডেস্ক রিপাের্ট : পুলিশের সাবেক এআইজি এবং মহানগর গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান সৈয়দ বজলুল করিম রোববার ডয়চে ভেলেকে বলেন, বর্তমানে অধিকাংশ ওসি সরাসরি মন্ত্রীদের কাছে গিয়ে বসে থাকেন। তারা যদি সরাসরি সেখানে যেতে পারেন তাহলে তারা চেইন অব কমান্ড মানবেন কেন। তাই তারা বেপরোয়া হয়ে উঠছেন। আমার মনে হয় পুলিশের একটা অংশ এখন অর্থ দ্বারা মোটিভেটেড। তারা ন্যায়-নীতি ও দায়িত্ববোধের তোয়াক্কা করে না। ফলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

তিনি বলেন, যে দেশের পুলিশিং ভালো সে দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকে। মানুষ বিপদে পড়ে পুলিশের কাছে যায়। সেখানে যদি সঠিক এবং নিরপেক্ষ ট্রিটমেন্ট না পায় তাহলে সে হতাশ হয়। আর এই হতাশা তখন রাষ্ট্র ব্যবস্থারও ওপর গিয়ে পড়ে। তাই পুলিশ তার দায়িত্বে অবহেলা করলে, দায়িত্ব পালন না করলে এবং অন্যায় আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হয়।

তিনি আরো বলেন, ফেনীর ঘটনা আমাকে ব্যথিত করেছে, কষ্ট দিয়েছে। পুলিশ যদি শুরু থেকে মেয়েটিকে আইনগত প্রটেকশন দিত তাহলে তার জীবন যেতো না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া