adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাওয়া প্রান্তে বসল পদ্মা সেতুর দশম স্প্যান

ডেস্ক রিপাের্ট : মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর দশম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১২টা ৩৮ মিনিটে মাঝ পদ্মায় ১৩ ও ১৪ তম পিয়ারে এই স্প্যান বসানোর কাজ শেষ হয়। এতে সেতুটির দেড় কিলোমিটার (১৫০০ মিটার) অংশ দৃশ্যমান হলো। এটিই মাওয়া প্রান্তে প্রথম স্থায়ী স্প্যান।

এর আগে সকাল সাড়ে ৮টায় স্প্যানবাহী ক্রেন তিয়ান ইয়াহু মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ছেড়ে যায়। ৩৫ মিনিট পর সেতুর ১৩ ও ১৪ পিয়ারের সামনে পৌঁছে। দুপুর ১২টায় ক্রেন থেকে ধীরে ধীরে ১৩ ও ১৪নং পিয়ারে বসানো শুরু করে। দুপুর ১২টায় ৩৮ মিনিটে স্প্যানটি বসানো সম্পন্ন হয়।

পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর জানান, দশম স্প্যানটি মাওয়া প্রান্তে মঙ্গলবার রাখা হয়েছিল। বুধবার সকালে সেটিকে ১৩ ও ১৪ নম্বর পিয়ারের কাছে নিয়ে আসা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় স্প্যানটি বসাতে কোনো জটিলতায় পড়তে হয়নি বলে জানান তিনি।

এদিকে মাওয়া প্রান্তে অস্থায়ী স্প্যানটি বসানো আছে (স্প্যান ১-এফ) ৪ ও ৫ নম্বর পিয়ারে। এটি আসলে বসানো হবে ৬ ও ৭ নম্বর পিয়ারে। তবে এখানে হবে দুটি। কন্সট্রাকশন ইয়ার্ডে জায়গা না থাকায় স্প্যানটি ৪ ও ৫ নম্বর পিয়ারে অস্থায়ীভাবে বসিয়ে রাখা হয়।

এর আগে দৃশ্যমান হয়েছিল পদ্মা সেতুর এক হাজার ৩৫০ মিটার। বসেছিল নয়টি স্প্যান। এগুলোর মধ্যে জাজিরা প্রান্তে ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর পিয়ারে আটটি ও মাওয়া প্রান্তে ৫ ও ৬ নম্বর পিয়ারে একটি স্প্যান বসানো হয়েছে। তাই জাজিরা প্রান্তে পদ্মা সেতুর এক হাজার ২০০ মিটার ও মাওয়া প্রান্তে বাকি ১৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুতে ৪২টি পিয়ারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া