adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিফলে গেলাে মোসাদ্দেকের সেঞ্চুরি – মাশরাফীদের হার

স্পোর্টস ডেস্ক : নাসির হোসেনের আঘাতে ১৪ রানে নেই আবাহনীর তিন উইকেট। ধুঁকতে থাকা দলকে পথ দেখালেন মোসাদ্দেক হোসেন সৈকত। অধিনায়কের ১০১ রানের অপরাজিত ইনিংসে আকাশী-নীলরা পেল ২১১ রানের পুঁজি। পরে ব্যাট হাতেও প্রতিরোধ গড়লেন নাসির। দলের বিপদের মুখে খেললেন ৪৫ রানের ইনিংস। তাতে ৩ উইকেটে জয় তুলে সুপার লিগে খেলার সম্ভাবনা জাগাল শেখ জামাল।

হাঁটুর অস্ত্রোপচারের পর মাঠে ফিরে নিজেকে মেলে ধরতে পারছিলেন না নাসির। অবশেষ বিকেএসপির মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁচা-মরার ম্যাচে তাকে দেখা গেল চেনা চেহারায়। অলরাউন্ড নৈপুণ্যে হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কারও।

ছোট লক্ষ্য পেলেও আবাহনীর শক্তিশালী বোলিং আক্রমণের সামনে শেখ জামালের ম্যাচ জেতা কঠিন হয়ে যায় ১২ রানে ২ উইকেট হারালে। তৃতীয় উইকেট জুটিতে ইমতিয়াজ হোসেন ও অনুতাপ মজুমদার ৬৯ রানের জুটি গড়ে জয়ের পথেই রাখেন দলকে।

সানজামুল ইসলামের জোড়া আঘাতে আবারও ম্যাচে ফেরে আবাহনী। দলীয় ৮১ রানের মাথায় সাজঘরে ফিরে যান ইমতিয়াজ (৩০) ও নুরুল হাসান সোহান। নাসিরকে সঙ্গে নিয়ে সেখান থেকে অনুতাপের পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি শেখ জামালকে দেখায় জয়ের স্বপ্ন।

দলীয় দেড়শর কাছে গিয়ে ৫৬ রানের ইনিংস খেলে অনুতাপ বোল্ড হন সাইফউদ্দিনের বলে। নাসিরও ফেরেন দ্রুত। ৪৫ রান করা এ ডানহাতি ব্যাটসম্যান বোল্ড হন সৌম্য সরকারে বলে।

৭ রানের ব্যবধানে থিতু দুই ব্যাটসম্যান আউট হলে আবারও চাপে পড়ে শেখ জামাল। লেগস্পিনিং অলরাউন্ডার তানবীর হায়দারের প্রতিরোধ সহজ করে দেয় জয়ের পথ। ৭ বল আগেই দলকে জিতিয়ে ৩৮ রানে থাকেন অপরাজিত।

টেলএন্ডার এনামুল হক অপরাজিত থাকেন ১৫ রান করে। অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তারা যোগ করেন ৩৩ রান। তার আগে সপ্তম উইকেট জুটিতে জিয়াউর রহমানকে (১৬) নিয়ে ৩৪ রান যোগ করেন তানবীর।

সাইফউদ্দিন, সানজামুল ও সৌম্য নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম অপু। ৯.৫ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে উইকেটহীন থাকেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া