adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের জীবনের সব কথা ভক্তদের জানাতে বই (গেম চেঞ্জার) লিখেছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ বেলায় প্রায় সব বিখ্যাত খেলোয়াড় আত্মজীবনী লেখেন। ব্যতিক্রম নন শহীদ আফ্রিদিও। নিজের জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সব কথা ভক্তদের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাজারে আসছে আফ্রিদির নতুন আত্মজৈবনিক বই-‘গেম চেঞ্জার’। বিভিন্ন সাক্ষাৎকারে খোদ নিজেই তা স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন এ বইয়ে মন খুলে অনেক কিছু লিখেছেন, যা আগে কেউ জানত না।

বই লেখার কাজে আফ্রিদিকে সহায়তা করেছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও সম্প্রচারক ওয়াজাহাত খান। বুমবুমখ্যাত ক্রিকেটারের ক্যারিয়ারের সব চড়াই-উতরাই, আলোচনা-সমালোচনা, বিতর্কের বিষয়গুলো এতে তুলে আনতে সহায়তা করেছেন তিনি। বইটি পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে আর ২৫ দিন।

১৯৯৬ সালে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফ্রিদির। পরে টানা দুই দশক খেলেছেন তিনি। মারকাটারি ব্যাটিং ও গতিময় লেগস্পিনের জন্য জনপ্রিয় ছিলেন তিনি। পাকিস্তানের ক্রিকেটের অন্যতম রঙিন চরিত্র চৌকস এ খেলোয়াড়।

আফ্রিদি ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। সব মিলিয়ে সংগ্রহ করেন ১১ হাজারেরও বেশি রান। তিন ফরম্যাটে শিকার করেন ৫৪০ উইকেট। ক্রিকেটের তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি।

এ দীর্ঘ ক্যারিয়ারের খুঁটিনাটি সব কিছুই এ বইয়ে তুলে ধরবেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করলেও এখন বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলে যাচ্ছেন তিনি। সবশেষ খেলেন পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া