adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র ছেড়ে ক্রিকেট মাঠে তালেবান যোদ্ধারা

স্পাের্টস ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের দিকে তাকালে মনে হবে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। এই উদাহরণ সৃষ্টি করলো সে দেশের তালেবান যোদ্ধারা। যুদ্ধের মওসুম শুরু হওয়ার প্রাক্কালে আফগান তালেবান যোদ্ধারা তাদের অস্ত্র (একে ৪৭) ফেলে মেতে উঠেছে ক্রিকেট খেলায়। এই খেলাটিই তাদের কাছে বিনোদনের উৎস। ক্রিকেট নিয়ে তারা তাদের অঞ্চলে টুর্নামেন্টেরও আয়োজন করে থাকে। ম্যাচগুলোর দর্শক হিসেবে থাকে তালেবান নিয়ন্ত্রিত গ্রামগুলোর অধিবাসিরা। ক্রিকেটের এই মৌসুমে সকল বিভেদ ভুলে খেলাটিতে মেতে ওঠেন তারা।

নানগড়হারের মুল্লাহ বদরুদ্দিন নামক একজন তালেবান কমান্ডার জানিয়েছেন, গত শীত মওসুমে যোদ্ধারা যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলো সেখানে প্রচুর দর্শক সমাগম হয়েছিলো। শুধু তাই নয়, আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল যখন অন্য দলের বিপক্ষে খেলে তখন সকলে দল বেঁধে রেডিও শোনেন বলে জানিয়েছেন এই কমান্ডার।
ক্রিকেট খেলার প্রতি যে আবেগ সেটি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, আমি ক্রিকেট ভালোবাসি। যখন আফগানিস্তান অন্য দলের বিপক্ষে খেলে, আমরা তখন রেডিও শুনি দারুণ আগ্রহ নিয়ে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কোর চেক করি। আমরা ফেসবুক অনুসরণ করি যেখানে লাইভ আপডেট দেয়া হয়।

উল্লেখ্য, আফগানিস্তানে প্রথমবারের মতো ক্রিকেট খেলা শুরু হয়েছিলো ১৯ শতকে। সেবার পাকিস্তানের ক্রিকেট প্রেমী শরণার্থীদের নিয়ে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করেছিলো আফগানরা।
তবে পরবর্তীতে তালেবানরা ফুটবল এবং ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দিয়েছিলো কেননা তারা বিশ্বাস করতো এসব খেলা মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখে। যদিও গত কয়েক বছরে যথেষ্ট উন্নতি হয়েছে আফগান ক্রিকেটের। ফুটবলের পাশাপাশি ক্রিকেটও এখন সমান জনপ্রিয় হয়ে উঠেছে দেশটিতে। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব জাদরানদের মতো বিশ্ব মাতানো ক্রিকেটার উপহার দিয়েছে তারা এরই মধ্যে। ইংল্যান্ড বিশ্বকাপে আফগানিস্তান খুব ভালো করবে বলেও বিশ্বাস তালেবান যোদ্ধাদের। – আফগানিস্তান টাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া