adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহবুব-উল আলম হানিফ বললেন – আইনি প্রক্রিয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তি নেই

নিজস্ব প্রতিবেদক : আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ নেই বলে বিএনপিকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর আজিমপুরের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের উদ্যোগে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পারভীন হক শিকদার এমপি ও আওয়ামী লীগ নেতা ওমর আলী ও মিনহাজ্ব উদ্দিন মিন্টু।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনা হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপির রাজনীতি হলো ব্যক্তিকেন্দ্রিক। কারণ বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের মুক্তি ছাড়া তাদের আর কোনো কর্মসূচি নেই।’

হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত হয়ে জেলে আছেন। আর তারেক রহমান দুর্নীতি ও একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে ফেরারি জীবন যাপন করছেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দেশের জনগণ কখনো বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করার দায় নেবে না।’

বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, ‘আন্দোলনের হুমকি দিয়ে দেশ ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। দেশের মানুষ উন্নয়ন চায়, উন্নত জীবন চায়। তাদের স্বপ্নকে ধ্বংস করবেন না।’
‘নিজেদের কথা না ভেবে আপনারা দেশের জনগণের কথা ভাবুন। দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করবেন না। তাহলে দেশের মানুষও আপনাদের ছেড়ে কথা বলবে না।’

হানিফ বলেন, ‘দেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে মেনেই রাজনীতি করতে হবে। কারণ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন সত্তা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া