adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজউক বেশিরভাগ ভবনে অব্যবস্থাপনা পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বহুতল ভবনের নকশা, অনিয়ম, অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ যাবতীয় তথ্য অনুসন্ধানে মাঠে নেমেছে রাজউকের ২৪টি টিম।

সোমবার থেকে রাজউকের ৮টি জোনে ভাগ হয়ে টিমগুলো একযোগে তাদের কার্যক্রম শুরু করেছে। ৭ দিনের মধ্যে তারা তথ্য সংগ্রহ শেষ করবে।

প্রাথমিক পর্যায়ে দশ তলার অধিক ভবনগুলোর যাবতীয় তথ্য সংগ্রহ করছে টিমগুলো। পরবর্তীতে চিহ্নিত ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া রাজউক কর্মকর্তারা।

জোন-৬ এর পরিচালক খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে এদিন দৈনিক বাংলা মোড় থেকে ভবনগুলোর তথ্য সংগ্রহ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত চারটি ভবন পরিদর্শন করেন। এর মধ্যে দুটিতে ব্যাপক অব্যবস্থাপনা পাওয়া যায়।

ফকিরাপুল টয়েনবি সার্কুলার রোডের হোটেল হাসান ইন্টারন্যাশনাল ভবনে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থাই পাওয়া যায়নি। ১২তলা ভবনটিতে জরুরি নির্গমন সিঁড়ি কিংবা আগুন নেভানোর জন্য কোনো পানির ব্যবস্থাও নেই। নিচতলায় একটি ফায়ার এক্সটিংগুইশার পাওয়া গেলেও সেটি ছিল মেয়াদোত্তীর্ণ।

এ ছাড়া পাশের ২০তলা হোটেল রহমানীয়া ইন্টারন্যাশনাল ভবনে জরুরি নির্গমন সিঁড়ি থাকলেও অন্য কোনো ব্যবস্থা ছিল না। এ দুটি ভবন তাদের ভবন নকশাও দেখাতে পারেনি।

দৈনিক বাংলা মোড়ের আল আরাফাহ টাওয়ার ও আইএফআইসি টাওয়ার দুটিতে তেমন কোনো ত্রুটি পায়নি রাজউক কর্মকর্তারা।

জোন পরিচালক খন্দকার অলিউর রহমান বলেন, ‘আমরা কেবল তথ্য সংগ্রহ করা শুরু করেছি। আজকে প্রথম দিন। সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট দেব। প্রাপ্ত তথ্যগুলো পরবর্তীতে বিশ্লেষণ করা হবে। সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি জানান, জোন-৬ এ মোট চারটি টিম গঠন করা হয়েছে। এই জোনে ৩০৪টি বহুতল ভবন রয়েছে। সাত দিনের মধ্যে সবগুলো শেষ করবেন।

গৃহায়ণ ও পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ১৫ দিনের অভিযানের কথা বললেও রাজউক সময় কমিয়ে ৭ দিনের মধ্যেই তথ্য সংগ্রহ অভিযান শেষ করবে বলে দেশ রূপান্তরকে জানান অলিউর রহমান।

অনুমোদিত নকশা অনুযায়ী ভবন ঠিক আছে কি না, নকশার অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে কি না, অগ্নিনির্বাপণের ব্যবস্থা ঠিক আছে কি না, কার পার্কিংসহ অন্যান্য বিষয়গুলো অবৈধ ব্যবহার হচ্ছে কি না এসব বিষয়ে তথ্য সংগ্রহ হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

এর আগে রবিবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম সোমবার থেকে রাজউকের ২৪টি টিম অভিযানে নামার ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, ‘প্রথমে বহুতল ভবন, দ্বিতীয় দফায় সব ভবন পরিদর্শন করে বিল্ডিং কোডের আওতায় আনার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা সে ব্যবস্থা গ্রহণ করব। বিল্ডিং কোডের অধীনে সব শর্ত পালন না করলে বিল্ডিং ব্যবহার করতে দেওয়া হবে না’। ‘অনুমোদনহীন বিল্ডিং ভেঙে ফেলা হবে। অনুমোদনের বাইরে কোনো অবকাঠামো থাকার কোনো সুযোগ নেই’।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া