adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিন শেষে রাজধানীতে কালবৈশাখীর ছােবল, ঝড়ের গতিবেগ ৮০ কিলােমিটার

ডেস্ক রিপাের্ট : রাজধানী ঢাকায় দিন শেষে কালবৈশাখী ঝড় হানা দিয়েছে। রাজধানীর অনেক স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। সন্ধ্যা ৬টার পর প্রায় ২৫ মিনিটের আকস্মিক এ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটারেরও বেশি।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে কথা হয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদের সাথে। তিনি আরটিভি অনলাইনকে বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে। এ মৌসুমে প্রতিদিন বিকালেই এ ধরনের ঝড় হওয়ার শঙ্কা রয়েছে। বিষয়টি মাথায় রেখে সাবধানতা অবলম্বন করতে হবে। এ সময় বজ্রঝড়ও ঘটে। তাই আকাশে কালো মেঘ ও বজ্রপাত দেখলে অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করা উচিত।
তিনি আরও বলেন, পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

কালবৈশাখীতে কোনও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গাছপালা উপড়ে যাওয়া ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্তের পাশপাশি কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানীর বিভিন্ন জায়গায় সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার সকাল থেকেই ঢাকার আকাশ কিছুটা মেঘলা ছিল। তেমন রোদ না থাকলেও ছিল ভ্যাপসা গরম। ছিল অস্বস্তিকর অবস্থা। সন্ধ্যা গড়াতেই হানা দেয় কালবৈশাখী ঝড়।

ঝড়ের আকস্মিকতায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেকেই দিগ্বিদিক ছুটতে থাকেন। গাড়ির জন্য অপেক্ষমান নগরবাসীর পাশাপাশি মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা ও গাড়িতে থাকা যাত্রীরাও পড়েন বিপাকে।

এদিকে বিকালের পর রাজধানীর বাইরে সিলেট, খুলনা ও বরিশাল অঞ্চলেও তীব্র কালবৈশাখী হানা দিয়েছে বলে জানা গেছে।
আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দেখা যায়, সিনপটিক অব পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবাহওয়া পূর্বাভাস দেখা যায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং, রাজশাহী, খুলনা, বরিশাল , ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজধসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া