adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জহুরুলের শতকের পর মাশরাফির আগুনঝড়া বোলিংয়ে জয় পেলো আবাহনী

 

নিজস্ব প্রতিবেদক : টানা তিন ম্যাচে উইকেটের দেখা পাননি মাশরাফি। সেটা আজ পুষিয়ে দিলেন তিনি। একাই নিলেন ৬টি উইকেট। জয় পেল তার দল। তিনি পেলেন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শুক্রবার সপ্তম রাউন্ডের ম্যাচে জহুরুল হকের দুর্দান্ত সেঞ্চুরি ও মাশরাফি বিন মর্তুজার আগুন ঝরানো বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২৯ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড।

গাজী গ্রুপের অধিনায়ক ইমরুল কায়েস সেঞ্চুরি করলেও শেষ হাসি হাসতে পারেনি তার দল। সাত ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। আর চার পয়েন্ট নিয়ে নবম অবস্থানে রয়েছে গাজী গ্রুপ।

বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে আবাহনীর দেয়া ২৮৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২৫৭ রান সংগ্রহ করে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে অধিনায়ক ইমরুল কায়েস ১১৮ বলে ১২৬ রান করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার দশম সেঞ্চুরি। আবাহনীর পক্ষে মাশরাফি বিন মর্তুজা ১০ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৬টি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে আবাহনী লিমিটেড। দলের পক্ষে ওপেনার জহুরুল ইসলাম ১৩০ রান করে আউট হন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। ৭১ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। গাজী গ্রুপের বোলারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বী ২টি, নাসুম আহমেদ ২টি, পারভেজ রাসুল ১টি ও আবু হায়দার রনি ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা: মাশরাফি বিন মর্তুজা (আবাহনী লিমিটেড)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া