adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড টিভি-রেডিওতে প্রচারিত হলো জুমার আযান, নিহতদের স্মরণে ২মিনিট নিরবতা পালন

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দেশটির টিভি-রেডিওতে প্রচারিত হলো জুমার নামাজের আযান। এসময় মসজিদের বাইরে আয়োজিত নামাজের স্থানে গত শুক্রবারের হামলায় নিহতদের জন্য ২মিনিট নিরবতা পালন করতে উপস্থিত ছিলেন দেশটির স্বয়ং প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। বিবিসি, আল-জাজিরা

হ্যাগলি পার্কের আল-নুর মসজিদের পাশে হাজারো উপস্থিতির মধ্যে জুমার খুৎবা পাঠের আগে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করেন জাসিন্ডা। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডবাসী আজ মুসলিমদের সঙ্গে শোক পালন করছে। আমরা একটি জাতি।’

কালো স্কার্ফ পরিহিত এই নেতা মুসলিমদের উদ্দেশ্যে নবী মোহাম্মদ (সা:) এর একটি হাদিসের উদৃতি দেন। তিনি বলেন, ‘আমরা একটি দেহের মতো, যখন শরীরের কোন অংশে আঘাত লাগে তখন পুরো শরীরেই ব্যথা অনুভূত হয়।’

আল-নুর মসজিদের ইমাম গোলাম ফোউদা যিনি গত শুক্রবার সন্ত্রাসী হামলার শিকার হওয়ার সময়ও একই জায়গায় নামাজ পড়িয়েছেন। তিনি খুৎবার বক্তৃতায় বলেন, ‘সেদিন হামলার সময় অস্ট্রেলিয়ান নাগরিক সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট এর চোখে ঘৃনা ও ক্রোধ দেখা গিয়েছিলো। কিন্তু একই জায়গায় আজ নিউজিল্যান্ডের নাগরিক ও বিশ্ববাসীর চোখে শুধু ভালোবাসা ও সমবেদনা দেখছি।’

৬.ফোউদা আরো বলেন, ‘আমরা দেখিয়েছি যে, নিউজিল্যান্ডকে বিভক্ত করা যাবে না। এবং বিশ্ববাসী এই দেশকে ভালোবাসা ও একতার উদাহরণ হিসেবে নিতে পারে।’

গত শুক্রবার হ্যাগলি পার্কের দুটি মসজিদের সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয় এবং আরো প্রায় অর্ধশত আহত হয়। তাদের স্মরণে পুরো নিউজিল্যান্ড ও অন্যান্য দেশ থেকে ২০ হাজার মানুষ আজকের জুমার খুৎবায় যোগ দিয়েছেন বলে গণমাধ্যগুলো জানাচ্ছে।

উন্মুক্ত স্থানে নামাজের আয়োজন করায় সেখানে নিউজিল্যান্ডবাসীর জুতাগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে অস্থায়ী বেড়া দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে অকল্যান্ড নগরী থেকে যোগ দিয়েছিলেন গত শুক্রবার নিহত আশরাফ আজাদের বন্ধু ইমরান খান। তিনি জানান, ‘আমরা চার বন্ধুসহ এসেছি। আজাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এখানে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া