adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তান বিশ্বকাপ জিতবে, বললেন স্যার ভিভ রিচার্ডস

স্পোর্টস ডেস্ক : স্যার ভিভ রিচার্ডস। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার। গত শতাব্দির সেরাদের একজন তিনি। তার কথার মূল্যও অনেক। আগামী ১৫ এপ্রিল থেকে ইংল্যান্ডের ১০টি মাঠে প্রায় দেড় মাস ধরে গড়াবে ১২তম ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ।

দ্বাদশ বিশ্বকাপের ট্রফি কার ঘরে যাবে এ নিয়ে সরব ক্রিকেট বিশ্ব। মন্তব্য করতে পিছিয়ে নেই সাবেক ক্রিকেটাররাও। কেউ কেউ নিজ দেশের পক্ষেই বাজি ধরেছেন। তবে একেবারেই ভিন্ন মত পোষণ করেছেন ক্যারিবীয় গ্রেট স্যার ভিভ রিচার্ডস।

ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি মনে করেন এবার বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান। এমন ভবিষ্যতবাণীর পেছনে তিনি যথেষ্ট যুক্তিও দেখিয়েছেন।

ভিভ মনে করেন, পাকিস্তান দলের সবচেয়ে বড় সমস্যা অধারাবাহিকতা। তবে তারা সবসময়ই আনপ্রেডিক্টেবল, কখন কি করে বসে আগেভাগে আন্দাজ করা কঠিন। আর ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের এ বিষয়টি নিয়েই প্রতিপক্ষকে আলাদা করে ভাবতে হবে।

তিনি বলেন, পাকিস্তানের ব্যাটসম্যানরা ভালো করলে এবার বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে তাদের। উদাহরণ হিসেবে তিনি টেনেছেন গত চ্যাম্পিয়নস ট্রফি জয়কে।
ভিভ বলেন, পাকিস্তানিদের প্রতিভা আছে। তাদের বোলিং বিভাগ খুবই ভালো। যদি ব্যাটসম্যানরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তবে আমার মনে হয় পাকিস্তানের ভালো সুযোগ আছে।

ওয়ানডেতে পাকিস্তান দলের অধারাবাহিকতাকে বড় সমস্যা মনে করছেন না ভিভ। ক্যারিবীয় দলের সাবেক অধিনায়ক বলেন, চ্যাম্পিয়নস ট্রফি জেতার আগেও কিন্তু তারা অধারাবাহিক ছিল। এটা দেখিয়েছে, যদি এই ছেলেরা একত্রে একটি দল হিসেবে খেলতে পারে, তবে কি করতে পারে।

তবে কি পাকিস্তানই সবচেয়ে বড় ফেবারিট? এ প্রশ্নের জবাবে ভিভ বলেন, চার-পাঁচটি দলের সমান সুযোগ আছে বিশ্বকাপ জেতার। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে দেখলে আমরা দেখব, ভারত বছরজুড়েই ভালো খেলেছে।

পাকিস্তান এগিয়ে এসেছে এবং বিশ্বের বড় বড় দলগুলোকে হারাচ্ছে। এখানে অনেক দল আছে। ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ভালো প্রতিজ্ঞা দেখা যাচ্ছে। ইংল্যান্ড তো সবসময়ই ভালো দল। কিন্তু কিছু কারণে তাদের শেষটা ভালো হয় না। অস্ট্রেলিয়া এমন একটি দল, যাদের প্রতি আপনার সম্মান রাখতেই হবে। নিউজিল্যান্ড হতে পারে ডার্ক হর্স। অনেক দল আছে, চার-পাঁচটি দল আছে যারা বিশ্বকাপ জিততে পারে। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া