adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আবারো শাহজালাল বিমানবন্দরে অস্ত্র-গুলি নিয়ে প্রথম চেকিং পার হলেন একজন যাত্রী

ডেস্ক রিপাের্ট : আবারো অস্ত্র-গুলি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম চেকিং এলাকা পার হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এ ঘঠনা ঘটে।

জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৩১ ফ্লাইটে সিলেটে যাওয়ার জন্য শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান মোহাম্মদ মামুন আলী নামের একজন যাত্রী। প্রথম চেকিং পার হওয়ার পর নিজের সঙ্গে অস্ত্র থাকার কথা সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীকে জানান তিনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তার সঙ্গে পিস্তল ও সাত রাউন্ড গুলি থাকলেও বিমানবন্দরে প্রবেশকালে আগে থেকে ঘোষণা না দিয়েই ভেতরে প্রবেশ করেন ওই যাত্রী। অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের আর্চওয়েতে তার শরীর তল্লাশি করেন একজন আনসার সদস্য। আর্চওয়ে পার হওয়ার পরও যাত্রী মামুনের সঙ্গে থাকা অস্ত্র শনাক্ত করতে পারেননি নিরাপত্তা কর্মীরা। তখন মামুন নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চান, ‘আপনাদের চেকিং কি শেষ হয়েছে? দায়িত্বরত ওই আনসার সদস্য হ্যাঁ বললে যাত্রী মামুন বলেন, ‘আপনি কী চেক করলেন, আমার কাছে তো পিস্তল আছে।’ এরপর তিনি পিস্তল বের করে দেখান এবং লাইসেন্সও দেখান। এর কিছু সময় পরে ঘটনাস্থলে উপস্থিত হন শাহজালালের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূরে আলম সিদ্দিকি। ওই সময় এভসেক থেকে ইউএস-বাংলাকে বলা হয় ওই যাত্রীকে অফলোড করার জন্য। তবে এভসেক থেকে লিখিত কোনো ডকুমেন্ট না দেওয়ার মামুন আলীকে অফলোড করেনি ইউএস বাংলা। পরে যাত্রী পিস্তল ও গুলি এয়ারলাইন্সের মাধ্যমে নিয়ম মেনে সঙ্গে করে সিলেটে নিয়ে যান।

এ বিষয়ে যাত্রীর মামুনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে নূরে আলম সিদ্দিকি বলেন, ওই যাত্রী অস্ত্র থাকার বিষয়টি আগে ঘোষণা দেননি। তবে নিরাপত্তা কর্মীরা অস্ত্র শনাক্তের পর তাকে যথাযথ নিয়মে অস্ত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। তিনি আরো বলেন, গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫জন যাত্রী অস্ত্র নিয়ে আসেন। তাদের মধ্যে কেউ আগে থেকে ঘোষণা দেন। আবার কেউ দেন না। যারা দেন না তাদেরকে আমরা যথাযথ নিয়মে যাওয়ার ব্যবস্থা করে দেই। সূত্র : বাংলা ট্রিবিউন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া