adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুলতান মুহাম্মদ মনসুর বললেন, আমি ঐক্যফ্রন্টে বিজয়ী হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি

ডেস্ক রিপাের্ট : দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন সুলতান মুহাম্মদ মনসুর।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় অধিবেশন শুরু হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দিতে গিয়ে মনসুর বলেছেন, নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি।

এর আগে বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন মনসুর।

মৌলভীবাজার-২ আসন থেকে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি।

শপথ নেয়ার পর মনসুর সাংবাদিকদের জানান, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন।

একই সঙ্গে তিনি ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বাকি সাত সদস্যকেও শপথ নেয়ার আহ্বান জানান।

সকালে শপথ নেয়ার পর বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটি সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানান, দল থেকে বহিষ্কারের পাশাপাশি মনসুরের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।

তিনি আরো জানান, পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে।

ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সুলতান মনসুর গত নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন। এরপর ঐক্যফ্রন্ট গঠিত হলে তিনি জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন।

নির্বাচনের আগে সুলতান মনসুর গণফোরামের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঐক্যফ্রন্টের সমর্থন পান। নির্বাচনের পর থেকেই শপথ নেওয়ার পক্ষে অবস্থান নেন তিনি। এ নিয়ে বিরোধ দেখা দেওয়ায় নির্বাচনের পর থেকে ঐক্যফ্রন্টের কোনো বৈঠকে অংশ নেননি এই নেতা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া