adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদে আবার কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান

স্পোর্টস ডেস্ক : ইউরোপ জুড়ে জল্পনা তুঙ্গে। আবার নাকি মাদ্রিদে ফিরছেন জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পরই স্যান্তিয়াগো সোলারির ছাঁটাই এক প্রকার নিশ্চিত। স্প্যানিশ সংবাদ সংস্থা লা সেক্সতা-র দাবি, নতুন মরশুমে ফের মাদ্রিদে আসতে রাজি ফরাসি কোচ। কিন্তু রিয়াল চায় চলতি মরশুমের বাকি সময় থেকেই দায়িত্ব নেন জিনেদিন জিদান।

২০১৫ সালে কোনও ট্রফি পায়নি রিয়াল মাদ্রিদ। এর পর আবার অ্যাকশন রিপ্লে। সম্ভাব্য তিন খেতাব জয়ের দৌড় থেকেই ছিটকে গিয়েছে রিয়াল। রিয়ালের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বলেই চিহ্নিত করা হচ্ছে এই মরশুমকে। এই অবস্থা থেকে উদ্ধারকর্তা হিসেবে জিদানই সমাধান বলছেন রিয়ালভক্তরা। আয়াক্সের কাছে ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গত তিন বারের চ্যাম্পিয়নরা।

মরশুমের বাকি সময়ে লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলবে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে। চ্যাম্পিয়ন্স লিগ, কোপা-দেল-রে থেকে ছিটকে গিয়েছে রিয়াল। লা লিগাতেও খেতাব জয়ের সম্ভবনা নেই বললেই চলে।

চলতি মরশুমে রিয়ালের এমন ব্যর্থতার কারণ হিসেবে উঠে আসছে রোনালদোর রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়া আর জিদান ছেড়ে চলে যাওয়ার পর নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে না পারা। হুলন লোপেতেগি টিকেছিলেন মাত্র তিন মাস। লোপেতেগির জায়গায় দায়িত্ব নেওয়া স্যান্তিয়াগো সোলারিও ব্যর্থ। ২০১৬ সালে প্রায় একই পরিস্থিতিতে দলের দায়িত্ব নিয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, সেই জিদানের হাতেই আবার দায়িত্ব তুলে দিতে চাইছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ।

স্প্যানিশ টিভি চ্যানেল লা সেক্সতার দাবি, জিদান নাকি পেরেজকে ফেরার ব্যাপারে ইতিবাচক উত্তর দিয়েছেন। তবে ছন্নছাড়া রিয়ালে চলতি মরশুমে আর যোগ দিতে রাজি নন সাবেক কোচ। পরের মরশুমে একদম নতুন করে শুরু করতে চান জিদান। তাকে রাজি করাতে দলবদলের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার কথাও নাকি বলে রেখেছেন রিয়াল প্রেসিডেন্ট। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া