adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পুরান ঢাকায় কেমিক্যাল গুদাম থাকবে না : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপাের্ট : পুরান ঢাকা ও রাজধানীর অন্যান্য আবাসিক এলাকায় কোনো ধরনের রাসায়নিক গুদাম থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দাহ্য পদার্থের গুদাম অপসারণে সরকারের কঠোর অবস্থানের কথা জানান তিনি।

সম্প্রতি চকবাজার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। এ ছাড়া আহত হন অর্ধশতাধিক।

শেখ হাসিনা বলেন, এ ধরনের দাহ্য পদার্থ এখানে থাকতে দেয়া যাবে না। আমরা তাদের (ব্যবসায়ী) জন্য একটি পৃথক জায়গা খুঁজছি। আমরা তাদের ব্যবসা নষ্ট করতে চাই না। কিন্তু আবাসিক এলাকায় কোনো রাসায়নিক গুদাম থাকার অনুমতি পাবে না।

বৃহস্পতিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র, কাউন্সিল ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ডিএসসিসি মেয়র সাঈদ খোকনকে নির্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, পুরান ঢাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। ব্যবসায়ীরা (দাহ্য পণ্যের) এখানে তাদের শোরুম রাখতে এবং পণ্য বিক্রি করতে পারেন। কিন্তু আমরা তাদের জন্য একটি সম্পূর্ণ পৃথক জায়গার ব্যবস্থা করব, যেখানে দাহ্য পদার্থ নিরাপদ থাকবে।

২০১০ সালের নিমতলীর অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, চকবাজার ও নিমতলী এলাকায় দুটি অগ্নিকাণ্ডে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।

‘সে জন্য আমরা এ ব্যাপারে কোনো বাধা মানব না,’ সতর্ক করেন প্রধানমন্ত্রী। -বাসস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া