adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য আমি নই : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : ইন্ডিয়ান এয়ার ফোর্স’র (আইএএফ) উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে ফিরিয়ে দেয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খানের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে পাকিস্তানের সংসদে প্রস্তাব পেশ করেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরি। তবে ইমরান খান জানিয়েছেন, তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য নন।

সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানায় ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। এতে বলা হয়, গত সপ্তাহের শেষে পাকিস্তানের সংসদে পেশকৃত প্রস্তাবে বলা হয়, ইসলামাবাদ ও দিল্লির মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইমরান খান। অভিনন্দনকে ভারতের কাছে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গও উল্লেখ করা হয়।

তবে সোমবার সকালে ইমরান খান টুইটারে জানান তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নন। তিনি লেখেন, কাশ্মীরিদের ইচ্ছা মেনে নিয়ে যিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবেন এবং উপমহাদেশে উন্নয়ন ঘটাতে পারবেন, তিনি এই পুরস্কার পাওয়ার জন্য যোগ্য।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মোহাম্মদের হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর গত মঙ্গলবার পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে সংগঠনটির শিবিরে বিমান হামলা চালিয়ে তিন শতাধিক জঙ্গি হত্যা করেছে বলে জানায় ভারত।

তবে ভারতের হামলা চালানোর দাবি স্বীকার করলেও হতাহতের দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান। বুধবার লাইন অব কন্ট্রোল (এলওসি) পার হওয়া দুটি ভারতীয় বিমান ভূপাতিত এবং উইং কমান্ডার অভিনন্দনকে আটক করা হয়েছে বলে জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান।

এদিন পাকিস্তানি গণমাধ্যমগুলোতে প্রকাশিত একটি ভিডিওক্লিপে এই ভারতীয় পাইলটকে বলতে শোনা যায়, পাকিস্তানের সেনাবাহিনী তার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেছে এবং সেনাবাহিনীর কর্মকর্তারা খুবই ভালো। পরবর্তীতে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এবং অবিলম্বে ও নিরাপদে অভিনন্দনকে ছেড়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করে ভারত।

বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির বার্তা হিসেবে আটক পাইলট অভিনন্দনকে শুক্রবার ছেড়ে দেয়া হবে বলে ঘোষণা করলেও জেনেভা কনভেনশন অনুসারে তাকে ছাড়া হচ্ছে বলে দাবি করেছে আইএএফ। শুক্রবার রাতে পাকিস্তান অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয়। – টাইমস অব ইন্ডিয়া

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া