adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনেক ক্ষেত্রেই সুষ্ঠু নির্বাচন হয়নি বলে স্বীকার করলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু নির্বাচন করতে না পারার আক্ষেপ ঝরেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এম নূরুল হুদার কণ্ঠে। অনেক ক্ষেত্রেই সুষ্ঠু নির্বাচন হয়নি বলে স্বীকার করেছেন তিনি। বলেন, ‘আমরা যেমন সুষ্ঠু নির্বাচন চাই, অনেক ক্ষেত্রেই আমরা তা পারিনি।’

সোমবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিটির আয়োজন করা হয়।

সিইসি বলেন, ‘ইসির নিজস্ব কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের আগে আমি ব্যক্তিগতভাবে আলাপ করেছি, নির্বাচনে কোনো থ্রেট আছে কি না, নির্বাচন অনুষ্ঠানে পরিকল্পনা কি- এসব প্রশ্নে অনেকেই আমাকে থ্রেট আছে কি নেই, তা স্পষ্ট করে কিছু বলেননি।

‘তারা কেবল প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। তবে সত্য হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সেরকম নির্বাচন হয়নি, যে রকম সুষ্ঠু নির্বাচন আমরা চেয়েছি।’

নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে ইসির নিজস্ব কর্মকর্তাদের নির্বাচনের সামগ্রিক দায়িত্ব নিতে হবে জানিয়ে নূরুল হুদা বলেন, ‘নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য ইসির নিজস্ব কর্মকর্তাদের দৃঢ়তা, নিষ্ঠা, সাহসিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।’

‘প্রশাসনের কর্মকর্তারা কেবল নির্বাচনের সময় কয়েক দিনের জন্য ইসির আওতাভুক্ত হয়। নির্বাচন শেষে তারা স্ব স্ব দায়িত্বে ফিরে যান। ফলে নির্বাচন নিয়ে ইসির কোনো বোঝাপড়া করতে চাইলে প্রায়শই তা সঠিকভাবে করা সম্ভব হয় না। এমন অবস্থায় নির্বাচনের সামগ্রিক দায়িত্বে ইসির নিজস্ব কর্মকর্তারা থাকলে দায়বদ্ধতা অনেক বাড়বে। নির্বাচনও অনেক ভালো হবে।’

এবার উপজেলা নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বেশি করে ইসির নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘এ দায়িত্ব সঠিক ও দৃঢ়তার সঙ্গে পালন করলে সামনে আমরা সকল নির্বাচনের দায়িত্ব আপনাদের হাতে তুলে দেব।’

‘আর এর উল্টোটা হলে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে, আমাদেরকে প্রশাসনের কর্মকর্তাদের উপরই নির্ভর করতে হবে। এরকম হলে দেখা যাবে, আপনারা প্রশাসনের কর্মকর্তাদের পেছন পেছন ফাইলপত্র বগলদাবা করে ঘুরে বেড়াচ্ছেন।

যোগ্যতা, দৃঢ়তা, সততা, সাহসিকতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের তাগিদ দিয়ে উপজেলা নির্বাচনে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে প্রভাবশালীদের থ্রেট উপেক্ষা করে নতুন দৃষ্টান্ত তৈরি করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সিইসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া