adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের বিমান হামলায় নিহত ৩০০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে কাশ্মীরি জঙ্গিদের ঘাঁটিতে মঙ্গলবার ভোরে হামলা চালিয়েছে ভারতের বিমানবাহিনী। এ হামলায় অন্তত ৩শ’ জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় প্যারামিলিটারি বাহিনীর ওপর হামলার জবাবে এ আক্রমণ চালালো দেশটির বিমানবাহিনী। এনডিটিভি, ইয়ন, আনন্দবাজার, রয়টার্স, বিবিসি।

ভারতের সংবাদসংস্থা এএনআই জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার পর পরই এই হামলা চালানো হয়। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবনে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীকে এই সেনা অভিযান নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেন। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিকেল ৫টায় দিল্লিতে সর্বদলীয় এক বৈঠক আহ্বান করেছেন।

মন্ত্রিসভার বৈঠকের পর নয়াদিল্লিতে পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে এক সংবাদ সম্মেলনে জানান, ‘পাকিস্তান তাদের মাটিতে প্রায় দুই দশক ধরেই জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দিয়ে আসছে। ভারত একাধিকবার এসংক্রান্ত তথ্য-প্রমাণ সরবরাহ করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেও পাকিস্তানের পক্ষ থেকে কোন পদক্ষেপই নেওয়া হয়নি।’ তিনি আরও জানান, ‘ভারতের কাছে তথ্য রয়েছে জইশ-ই- মোহাম্মদ ভবিষ্যতে আরও সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলো। অভিযানে ওই জঙ্গি সংগঠনটির বেশ কয়েকজন নেতাকে নির্মূল করা হয়েছে। এদেরমধ্যে সংগঠনটির প্রশিক্ষক, প্রথমসারির একাধিক কমান্ডার ও জইশ-ই- মোহাম্মদ প্রধান আজহারের ঘনিষ্ট এক আত্মীয়ও রয়েছে। তবে কোনও বেসামরিক মানুষ হতাহত হয়নি।’

সংবাদসংস্থা এএনআই জানায়, ‘পাকিস্তানের এফ-১৬ বিমানগুলো ভারতের যুদ্ধবিমান মিরাজ-২০০০’র দিকে এগিয়ে এলেও ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যায় ভীত হয়ে সেগুলো ফিরে যায়।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিমানবাহিনীকে সফল অভিযানের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানকে একটি সমুচিত জবাব দেওয়া হয়েছে।’

ভারতীয় সেনাবাহিনীর একাধিক সূত্র এনডিটিভি’কে জানায়, ‘১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান অভিযানে অংশ নিয়ে লাইন অব কন্ট্রোল-এলওসি পার হয়ে পাকিস্তানের একটি সন্ত্রাসী ঘাঁটি সম্পূর্ণ বিধ্বস্ত করতে ১ হাজার কেজি বোমা নিক্ষেপ করেছে।’

আনন্দবাজার জানায়, ‘সোমবার দিবাগত গভীররাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে চালানো অভিযানটি ১০০ ভাগ সফল হয়েছে। বালাকোট সেক্টর থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্র্রায় ৮০ কিলোমিটার ভেতরে প্রবেশ করে ভারতীয় যুদ্ধবিমানগুলো। এরপর বালাকোট, চাকোটি ও মুজাফ্ফারাবাদে জইশ-ই-মোহাম্মদের তিনটি ঘাঁটি ধ্বংস করে । এই অভিযানে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের কন্ট্রোলরুম আলফা-৩ বিধ্বস্ত হয়েছে। প্রায় ২১ মিনিট ধরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আকাশে ছিল ভারতীয় যুদ্ধবিমানগুলি।’

‘চকোটিতে বোমাবর্ষণ করা হয়েছে রাত ৩টা ৫৮ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত। আর, মুজাফ্ফারাবাদে আক্রমণ চলে রাত ৩টা ৪৮ মিনিট থেকে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত।’ এই অভিযানে ২০০ থেকে ৩০০ জন নিহত হয়েছে দাবি করেছে আনন্দবাজার।
অভিযানের পর ভারতীয় বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়ে টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘ভারতীয় বিমানবাহিনীর পাইলটদের সালাম জানাই।’

অন্যদিকে, পাকিস্তানি দৈনিক ডন জানায়, ভারতীয় বিমানবাহিনীর হামলার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বৈঠকে বসে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সকালে এক বিবৃতিতে ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, ‘পাকিস্তানকে চ্যালেঞ্জ করা ঠিক হবে না। আশাকরি, দিল্লির শুভবুদ্ধির উদয় হবে। পাকিস্তানের জনগণের চিন্তার কোনও কারণ নেই। কেননা, যেকোনও অভিযান প্রতিহত করার সবরকম প্রস্তুতিই পাকিস্তানের রয়েছে।’

এর আগে, পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস-আইএসপিআর ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আসিফ গফুর মঙ্গলবার সকালে এক টুইট-বার্তায় জানান, ‘পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে মুজাফ্ফরবাদে প্রবেশ করে ভারতীয় বিমানবাহিনী। পাকিস্তান বিমানবাহিনীও তাৎক্ষণিকভাবে তাদের প্রতিরোধ করতে এগিয়ে যায়। পরবর্তীতে ভারতীয় যুদ্ধবিমানগুলো ফিরে যায়।’

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র দাবি করছেন, ভারতের বিমান হামলায় কোনও হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমা লঙ্ঘন করেছে ভারত।
প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ’র গাড়িবহরে জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়। পরবর্তীতে হামলার দায় স্বীকার করে জইশ-ই- মোহাম্মদ। পাকিস্তান-পরিচালিত ওই জঙ্গি সংগঠনের কার্যকলাপের বিরুদ্ধে সরব হয় দিল্লি। জঙ্গি সংগঠনটির প্রধান মাসুদ আজাহারের নাম জাতিসংঘ ঘোষিত জঙ্গি তালিকায় তোলারও দাবিও জানায় দিল্লি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া