adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাকসুতে ছাত্রলীগের প্যানেল ঘোষণা: ভিপি শোভন, জিএস রাব্বানী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়েছে।কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জিএস পদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে মনোনয়ন দিয়েছে সংগঠনটি।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

সনজিতের কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম ডাকসু তৃতীয় গুরুত্বপূর্ণ পদ এজিএস পদে মনোনয়ন দেয়া হলেও তিনি নির্বাচন করছেন না।সনজিতকে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে দেয়া হয়েছে।

ভিপি, জিএস ও এজিএস পদে মনোনয়ন পাওয়া তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শোভনের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে, তার দাদা ও বাবা দুজনই আওয়ামী লীগের নেতা ছিলেন।রাব্বানীর বাড়ি মাদারীপুরে। আর সাদ্দামের বাড়ি পঞ্চগড় জেলায়।

কেন্দ্রীয় সম্মেলনের কয়েক মাস পর গত বছরের অাগস্টে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে শোভনকে সভাপতি ও রাব্বানীকে সাধারণ সম্পাদক করা হয়। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হয়। এতে নেতৃত্ব আনা হয় সনজীত ও সাদ্দামকে।কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল নেতৃত্বে যারা আছেন প্রত্যের বয়স ৩০এর কোটায়।

আজ ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ছাড়াও হল কমিটি নির্বাচনের জন্য প্রার্থীদের নামও ঘোষণা করেছে ছাত্রলীগ।

দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন হবে।এই এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চের পরদিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও নির্বাচন করছে। তাদের প্যানেল নির্ধারণের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া