adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারিয়ে র‌্যাঙ্কিংয়েও উন্নতি নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেটি ৮৮ রানে জিতে নিয়েছে কেন উইলিয়ামসনের দল।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে স্বাগতিকরা। জবাবে ৪৭.২ ওভারে ২৪২ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচেই ৮ উইকেটে হেরেছিল সফরকারীরা।

ক’দিন আগেই নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারত। ওই সফরে বিরাট কোহলির দলের কাছে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল কিউইরা। সেই হারের ফলে র‌্যাঙ্কিংয়েও পতন ঘটেছিল তাদের। ১১১ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৩ নম্বর থেকে নেমে গিয়েছিল ৪ নম্বরে। আর দক্ষিণ আফ্রিকা উঠে গিয়েছিল ৩ নম্বরে।

তার ঠিক এক সিরিজ পরই নিজেদের হারানো তৃতীয় স্থানে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করায় তাদের রেটিং পয়েন্ট এখন ১১২। ফলে দক্ষিণ আফ্রিকাকে (১১১) হটিয়ে তিন নম্বরে উঠে গেছে তারা।

১২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে যথারীতি ইংল্যান্ড। আর ১২২ পয়েন্ট নিয়ে তারপরেই আছে ভারত। ৯০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া