adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে গুড়িয়ে দিয়ে রেকর্ড গড়ার স্বপ্ন টেলরের

স্পোর্টস ডেস্ক : একটি বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটসম্যান রস টেলর। তিনি চাইছেন, মাশরাফি সেনাদের মাথায় কাঠাল ভেঙে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড গড়তে। তবে রস টেলরের স্বপ্ন কতোটা সফল হবে সেটাই দেখা যাবে মাঠের খেলায়।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এবার লক্ষ্য হোয়াইটওয়াশের। আগামীকাল বাংলাদেশ সময় (আজ দিবাগত) ভোর চারটায় ডানেডিনোতে হোয়াইটওয়াশের লক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর এই ওয়ানডেতেই রস টেলরের সামনে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের মাইলফলক। আর মাত্র ৫১ রান করলে তিনি পিছনে ফেলবেন কিউইদের সাবেক ব্যাটসম্যান স্টিফেন ফ্লেমিংকে।

২৭৯ ম্যাচ খেলে ফ্লেমিংয়ের সংগ্রহ ৮ হাজার সাত রান। আর টেলরের সংগ্রহ ২১৭ ম্যাচে ৭ হাজার ৯৫৭ রান। সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটিও টেলরের ঝুলিতে।

ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি ও ৬৬টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। রেকর্ড সর্ম্পকে টেলর বলেন, আপনি যখন প্রচুর ম্যাচ খেলবেন রেকর্ড নিজে নিজে আপনার কাছে আসবে। ফ্লেমিংকে দেখে আমরা বড় হয়েছি। আমার মেন্টর মার্টিন ক্রো বলতেন, সব সময় রেকর্ড গড়ার চেষ্টা কর। ২০০৬ সালে ফ্লেমিংয়ের অধীনে অভিষেক হয় রস টেলরের। কিউইদের এই তারকা ব্যাটসম্যান আরো বলেন, রেকর্ড গড়া হয় অন্যজন সেটা ভাঙার জন্যে। আমি যদি বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ডটা গড়তে পারি, সেটা যেনো কেন উইলিয়ামসন কিংবা মার্টিন গাপটিল ভাঙতে পারেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া