adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পালসারের দাম কমল

ডেস্ক রিপোর্ট : তরুণদের ‘ক্রেজি’ বাইক পালসারের দাম কমল। ১৫০ সিসির সিঙ্গেল ডিস্কের পালসার ৫ হাজার টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ৯০০ টাকায়। লেজার এজ ভার্সনের পালসারটি সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে।

২০০১ সালে সর্বপ্রথম পালসার ১৫০ বাজারে আসে। কয়েক বছরে বেশ কয়েকটি আপডেট এসেছে বাইকটিতে।

১৫০ সিসির সিঙ্গেল ডিস্কের পালসারে রয়েছে ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৩.৮০ বিএইচপি শক্তি এবং ৮০০০ আরপিএম মিলবে।

বাজাজের মোটরসাইকেল বাংলাদেশে আমদানি করে বাজারজাত করছে উত্তরা মোটরস। দেশের বিভিন্ন জায়গায় উত্তরা মোটরসের শো-রুম রয়েছে।

বাজাজ তাদের পালসার ১৫০ কে স্পোর্টস বাইক দাবি করলেও এটি মূলত কমিউটার বাইক। ১৭ বছর ধরে সড়কে রাজত্ব করছে বাজাজের স্পোটস বাইক পালসার। এই ১৭ বছরে পালসারের বেশ কয়েকটি মডেল বাজারে এসেছে। কিন্তু এর মধ্যে জনপ্রিয় ভার্সন হলো ১৫০ সিসির পালসার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া