adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেতৃত্বগুণে ইমরান খান ও ভিভ রিচার্ডসের সঙ্গে কোহলির তুলনা

স্পোর্টস ডেস্ক : নেতৃত্বগুণে বিরাট কোহলিকে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান আর স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০১৯ সালে একই সঙ্গে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি, আইসিসি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার এবং আইসিসি’র বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব পেয়েছেন কোহলি।

ব্যাট হাতে তো বটেই, অধিনায়কত্বেও চমক দেখিয়েছেন কোহলি। তার নেতৃত্বে সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এরপর নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়। খুব কাছ থেকেই এসব ঘটনার সাক্ষী রবি শাস্ত্রী।

কোহলিকে ‘স্পেশাল’ আখ্যা দিয়ে ভারতীয় কোচ শাস্ত্রী বলেন, ‘বাইশ গজে বিরাট স্যার ভিভের মতই দাপুটে। ওর মত নৈতিক ক্রিকেটার খুব কমই আছে। শৃঙ্খলা, অনুশাসন, আত্মত্যাগের প্রশ্নে বিরাট দরাজ।’

কোহলির অধিনায়কত্ব পাক কিংবদন্তি ইমরান খানকে মনে করাচ্ছে বলে জানান শাস্ত্রী। কোহলিকে পেয়ে টিম ইন্ডিয়া ভাগ্যবান বলে মনে করছেন তিনি, ‘বিরাট আমাকে বহু ক্ষেত্রে ইমরান খানকে মনে করাচ্ছে। ওর মত একজন অধিনায়ককে পেয়ে দল খুব ভাগ্যবান। নিজস্ব নেতৃত্বশৈলীতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে জানে বিরাট।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া