adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই ভাগে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ – প্রথম বহর যাবে বুধবার

স্পোর্টস ডেস্ক : নতুন বছরে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি শুরু হচ্ছে নিউজিল্যান্ড সফর দিয়ে। তাসমান সাগরপাড়ে কিউইদের বিপক্ষে টাইগাররা খেলবে ওয়ানডে ও টেস্ট সিরিজ। বিপিএলের মাঝেই ওয়ানডে দলের অধিকাংশ ক্রিকেটারকে ভাবতে হচ্ছে সফর নিয়ে। স্কোয়াডের বেশ কয়েকজনকে আগামী ৮ ফেব্রুয়ারি রাতে বিপিএল ফাইনাল খেলে সকালেই চড়তে হবে নিউজিল্যান্ডগামী বিমানে।

নিউজিল্যান্ডে সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে রঙিন পোশাকের তিন ম্যাচ। ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য বাড়তি সময় পাবেন কেবল বিপিএলের প্লে-অফ থেকে ছিটকে পড়েছে যাদের দল।

শেষ চারে উঠতে পারেননি এমন তিনটি দলে ওয়ানডে স্কোয়াডের যারা আছেন এবং এলিমিনেটর ম্যাচে যারা হারবেন তাদের দলের ক্রিকেটাররা রওনা হবেন আগামী বুধবার। দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রা করবেন তারা।

বিপিএলের দুই ফাইনালিস্ট ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দলে থাকা জাতীয় দলের প্রতিনিধিরা নিউজিল্যান্ড রওনা হবেন আগামী ৯ ফেব্রুয়ারি।

নেপিয়ারে প্রথম ওয়ানডে হবে ১৩ ফেব্রুয়ারি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ তাদের কমই।

দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে, ১৬ ফেব্রুয়ারি। আর সিরিজের শেষ ওয়ানডেটি হবে ডানেডিনে, ২০ ফেব্রুয়ারি। সেডন পার্কে প্রথম টেস্ট ১৮ ফেব্রুয়ারি শুরু। দ্বিতীয়টি শুরু ৮ মার্চ, বেসিন রিজার্ভে। সিরিজের শেষ সাদা পোশাকের ম্যাচটি ১৬ মার্চ, হবে হ্যাগলি ওভালে।

বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। গোড়ালির চোট থেকে সেরে উঠতে এ পেসারের লেগে যাবে কমপক্ষে এক মাস। তার টেস্ট খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। বিকল্প ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি বিসিবি।

ওয়ানডে দল
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া