adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সর্বোচ্চ দরে ৬৩% সাধারণ বিমা কোম্পানির শেয়ার

ডেস্ক রিপোর্ট : ইয়ার ইন্ড হওয়ায় ডিভিডেন্ড ঘোষণাকে পুঁজি করে টানা উত্থানে পুঁজিবাজারের ব্যাংক, বিমা, আর্থিক ও বহুজাতিক কোম্পানি শেয়ার। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজারের বিমা খাতের ৬২.৮৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বিগত ১ বছরের মধ্যে সর্বোচ্চ দরে স্থিতি পেয়েছে। কিছু কিছু কোম্পানির শেয়ার তালিকাভুক্তির পর সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বৃহস্পতিবারের (৩১ জানুয়ারি) সর্বোচ্চ দরের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বর্তমানে পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত রয়েছে ৪৭টি কোম্পানি। এর মধ্যে ৩৫টি সাধারণ বিমা কোম্পানি ও ১২টি জীবন বিমা কোম্পানি।

তথ্যানুসন্ধানে জানা যায়, ডিসেম্বর ক্লোজিং হওয়া ৪৭টি বিমা কোম্পানির মধ্যে আগামী জুনের মধ্যেই ডিভিডেন্ড ঘোষণা করবে সাধারণ বিমার ৩৫টি প্রতিষ্ঠান। তাই অব্যাহত উত্থানে রয়েছে কোম্পানিগুলোর শেয়ার। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সর্বোচ্চ দরে স্থিতিতে পেয়েছে সাধারণ বিমার ২২টি প্রতিষ্ঠান। অর্থাৎ সাধারণ বিমা কোম্পানির ৬২.৮৫ শতাংশের শেয়ার দর সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

সর্বোচ্চ দরে স্থিতি পাওয়া কোম্পানিগুলো হলো- অগ্রনী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নর্দান জেনালের ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

অগ্রনী ইন্স্যুরেন্স: বৃহস্পতিবার দিনশেষে অগ্রনী ইন্স্যুরেন্সের শেয়ার বিগত ১ বছরের মধ্যে সর্বোচ্চ দরে স্থিতি পেয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৪৩.১০ টাকায় লেনদেন হয়েছে। এর আগে গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৪.৮০ টাকা থেকে বেড়ে ৪৩.১০ টাকায় লেনদেন হয়েছিল।

গত ৭ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮.৬ টাকা। ৩১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৪৩.১০ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ ১৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩১.৭২ শতাংশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া