adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ান কাপ ফুটবলের ফাইনালে শুক্রবার জাপান- কাতার লড়াই

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত লড়াইয়ে শুক্রবার মাঠে নামছে চারবারের চ্যাম্পিয়ন জাপান আর প্রথমবার ফাইনালে ওঠা কাতার। বাংলাদেশ সময় রাত ৮টায় আরব আমিরাতের জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দুই দল সেরটা উজার করে দেবে। জাপান জিতলে পঞ্চমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ত্ব লাভ করবে। অপর দিকে কাতার জাপানকে হারাতে পারলে প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের সেরা মুকুটটি অর্জন করবে।

এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে এবারের বিশ্বকাপে খেলে আসা দুই দল জাপান ও ইরান লড়েছে। কিন্তু জাপানের কৌশলের কাছে টিকতে না পেরে ইরান ম্যাচ হেরেছে ০-৩ গোলে। এই বড় জয়ে জাপান ফাইনালে উঠে এবার স্বপ্ন দেখছে এশিয়ার ফুটবলের বড় এই আসরটি জয় করতে।

অপর সেমিফাইনালে স্বাগগিতক আরব আমিরাতকে সহজেই ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে কাতার। এই ম্যাচে দুঃখজনক ঘটনার মঞ্চস্ত করেছে আরব আমিরাতের দর্শকরা। কাতার ফাইনালে ওঠার পরই দর্শকরা খেলোয়াড়দের লক্ষ্য করে জুতা ও বোতল নিক্ষেপ করে। কেন এমন ঘটনা ঘটলো, তা তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- এএফসি।

আবুধাবিতে অনুষ্ঠিত মঙ্গলবারের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সফরকারী কাতার ২-০ গোলের লিড নেয়ার পরপরই ক্ষুব্ধ হয়ে উঠে স্বাগতিক সমর্থকরা। এ সময় প্লাস্টিকের বোতল নিক্ষেপ করে গোটা মাঠটি বোতলময় করে ফেলে তারা। যেখানে অনেক সমর্থক আবার তাদের পায়ের জুতাও ছুঁড়ে মেরেছে। তারপরও ম্যাচে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জা পেয়েছে স্বাগতিকরা। এ বিষয়ে এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেন, জুতা নিক্ষেপের ঘটনা তদন্ত করবে এএফসি। তদন্ত কাজ শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া