adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আফগানিস্তানে যুদ্ধ বন্ধের চাবি পাকিস্তানে’

আন্তর্জাতিক ডেস্ক : আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের জঙ্গিদের জন্য পাকিস্তানের তিনটি শহর উন্মুক্ত করে দেয়ার দায়ে ইসলামাবাদকে অভিযুক্ত করেছেন।

রাজধানী কাবুলে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বলেন, তালেবান জঙ্গিদের জন্য ইসলামাবাদ, কোয়েটা ও রাওয়ালপিন্ডিতে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে পাকিস্তান সরকার।কাজেই আফগান যুদ্ধ বন্ধের ‘চাবি’ ওই তিন শহরে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আফগান সরকারের পাশাপাশি আমেরিকা বহুদিন ধরে তালেবান কমান্ডারদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে এসেছে। ওয়াশিংটন ও কাবুল বলছে, আফগান সীমান্তের ওপারে তালেবান জঙ্গিদের অবাধ চলাফেরা ও তৎপরতা চালানোর সুযোগ করে দিয়েছে ইসলামাবাদ।
গত বছরের আগস্ট মাসে প্রেসিডেন্ট আশরাফ গনি অভিযোগ করেছিলেন, সে সময় আফগানিস্তানের গজনি শহর দখল করতে গিয়ে আহত শত শত তালেবান জঙ্গিকে পাকিস্তানের হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে।

২০০১ সালে ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তানে হামলা চালিয়ে তৎকালীন তালেবান সরকারের পতন ঘটায়। এরপর থেকে গত ১৭ বছরে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেও তালেবান জঙ্গিদের নির্মূল করতে পারেনি আমেরিকা। মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে তালেবান কমান্ডারদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে।

তালেবান জঙ্গিরা আমেরিকার সঙ্গে সংলাপে বসলেও আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হচ্ছে না। তারা বলছে, মার্কিন দখলদারিত্বে থাকা আফগানিস্তানে ক্রীড়নক সরকার ক্ষমতায় রয়েছে যার পক্ষে স্বাধীনভাবে কিছু করা সম্ভব নয়। এ কারণে তারা সরাসরি আমেরিকার সঙ্গে আলোচনায় বসেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া