adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতরত্ন পদক পাওয়ায় প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ‘ভারতরত্ন’ পদক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিমের বরাত দিয়ে একথা জানায় বাসস।

গতকাল ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এই বছর ‘ভারতরত্ন’ পদকে ভূষিত করার জন্য দেশটির প্রথম বাঙালি প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকে বেছে নেন।

এছাড়া সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত রচয়িতা ভূপেন হাজারিকা এবং সামাজিক অধিকারকর্মী নানাজি দেশমুখকে মরণোত্তর ‘ভারতরত্ন’ পদকে ভূষিত করার ঘোষণা দেয়া হয়েছে।

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদকের ঘোষণা দেয়া হলো।

কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতা প্রণব ভারতের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কংগ্রেস সরকারের অধীনে অর্থ, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

ভূপেন হাজারিকা এর আগে ‘সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড’, ‘পদ্মশ্রী’ এবং ভারতীয় সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণ’ পদক পেয়েছেন। তিনি ২০১১ সালের নভেম্বরে ৮৫ বছর বয়সে মারা যান।

নানাজি দেশমুখ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য এবং বিজেপির সবচেয়ে জ্যেষ্ঠ নেতাদের একজন। তিনি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের ৫০০টি গ্রামে সামাজিক পুনর্গঠন কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ২০১০ সালে ৯৩ বছর বয়সে মারা যান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া