adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুক্রবার শুরু

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার থেকে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের চট্টগ্রাম পর্বের খেলা। এই পর্বটি দলগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেরা চার নিশ্চিত করার শেষ সুযোগ এই পর্বে পাবে দলগুলো। এই পর্বে পিছিয়ে পড়লে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে না।

তাই এই পর্বে প্রতিটি দলই তাদের সেরাটা উজার করে খেলবে। সেই লÿ্যে শুক্রবার দুপুর ২টায় প্রথম ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে সিলেট সিক্সসার্স। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে থেকে মিরাজের রাজশাহী চট্টগ্রাম পর্ব জিতে কতোটা এগুতে পারবে, সেটাই বড় প্রশ্ন রাজশাহী সমর্থকদের। অপরদিকে সিলেটের অবস্থান তলানিতে। সাত দলের মধ্যে তারা এখন পর্যন্ত ৬ নম্বরে অবস্থান করছে। এই ভঙুর অবস্থায় তারাও চাইছে চট্টলা পর্ব উৎরে যেতে।

সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম ভাইকিংস ও রংপুর রাইডার্স পরস্পরের মোকাবিলা। পয়েন্ট তালিকার উপরে চট্টলা নোঙর করলেও চট্টগ্রাম পর্ব ভালোভাবেই শেষ করে শীর্ষস্থানটি অÿুণœ রাখতে চান দলপতি মুশফিকুর রহিম। অপর দিকে মাশরাফির রংপুর রাইডার্সও শীর্ষে স্থান দখল করতে যার পরনাই লড়াই করবে চট্টগ্রাম ভাইকিংসের বিরুদ্ধে। মাশরাফি আগেই বলেছেন, চট্টগ্রাম পর্বই ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। বিপিএলের সেমিতে খেলার সুযোগ সৃষ্টি করে ঢাকায় ফিরবো।

চট্টগ্রামের গুরুত্বপ‚র্ণ এই পর্বের আগে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে চিটাগং ভাইকিংস। মুশফিকুর রহীমের দলটি ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। ৭ ম্যাচে মাত্র একটিতে হেরেছে তারা।

এদিকে দীর্ঘ সময় শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস নেমে গেছে দুই নম্বরে। ৮ ম্যাচে তাদের জয় ৫টিতে। পয়েন্ট ১০। সমান ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কুমিলøা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট সমান হলেও কুমিলøার চেয়ে রানরেটে এগিয়ে সাকিব আল হাসানের দল।

বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আছে ৪ নম্বরে। ৮ ম্যাচে ৪ জয় নিয়ে তাদের পয়েন্ট ৮। সমানসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে ৫ নম্বরে আছে রাজশাহী কিংস। এদিকে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। ৯ ম্যাচ খেলে ২টিতে জিতেছে খুলনা। আর ৮ ম্যাচেও দুই জয় সিলেটের। কিন্তু রানরেটে এগিয়ে খুলনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া