adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘চ্যাম্পিয়ন’ আবাহনীর জালে বসুন্ধরার ৩ গোল

নিজস্ব প্রতিবেদক : কাগজে-কলমে এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে শক্তিধর দল বসুন্ধরা কিংস। এবার মাঠেও সেটি প্রমাণ করে দেখাল কিংস। বুধবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে এবারের প্রতিযোগিতা শুরু করেছিল বসুন্ধরা। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল কলিনদ্রেসরা।

ম্যাচের ২১তম মিনিটে সতীর্থের ফ্লিকের পর মার্কোস দি সিলভা ঠিকঠাক শট নেওয়ার আগেই শহীদুল আলম সোহেল দ্রুত বল গ্লাভসে নিলে ভালো একটা সুযোগ নষ্ট হয় বসুন্ধরা কিংসের। ছয় মিনিট পর দলটির আরেকটি প্রচেষ্টা বিফলে যায়। পোস্টে আঘাত হানে বল।

মধ্যাহ্নবিরতির তিন মিনিট আগে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট করেন আবাহনীর সানডে চিজোবা। পেনাল্টি পেয়েছিল আবাহনী। কিন্তু স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে পারেননি সানডে। পোস্টের বাইরে দিয়ে বল মেরে সমর্থকদের হতাশ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

উল্টো প্রথমার্ধের শেষ দিকে নাসিরউদ্দিন চৌধুরীর গোলে এগিয়ে যায় বসুন্ধরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধানটা হয়ে যায় ২-০। ৫৯তম মিনিটে দি সিলভার বাড়ানো পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মতিন মিয়া নিখুঁত শটে বল জড়ান জালে।

বসুন্ধরার প্রধান তারকা ড্যানিয়েল কলিনদ্রেস তখনো আড়ালে। অবশেষে ৬৯ মিনিটে স্কোরশিটে নাম তোলেন তিনি। বখতিয়ার দুইশবেকভের পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন কোস্টা রিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড কলিনদ্রেস। এরপর সান্ত্বনার গোলটাও পায়নি আবাহনী।

প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছিল আবাহনী। ওই ম্যাচে তাদের রক্ষণে দুর্বলতা চোখে পড়েছিল। দ্বিতীয় ম্যাচে সেটি আরও স্পষ্ট হয়ে উঠল।

দিনের অপর ম্যাচে হোম ভেন্যু গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। হ্যাটট্রিক করেছেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড বালো ফামুসা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া