adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইস্টার্ন হাউজিংয়ের ইপিএস বেড়েছে ৭ পয়সা

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারের আবাসন খাতের তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেড চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০.০৭ টাকা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে বিনিয়োগকারীদের জন্য দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০১৮-১৯ সালের অর্ধবর্ষ (জুলাই-ডিসেম্বর’১৮) শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৬ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.৯৯ টাকা।

এদিকে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.৭৫ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ০.১৪ টাকা।

এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৯.৭১ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৫১ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ওয়েস্টার্ন মেরিন শিপিইয়ার্ড। ‘এ’ ক্যাটাগরির আওতাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ শত কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা।

৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

উল্লেখ্য, বুধবার কোম্পানিটির প্রারম্ভিক শেয়ার দর ছিল ৫৩ টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া