adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি থেকে ‘নির্যাতিত’ হয়ে দেশে ফিরেছেন ১২৮ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন ‘শারীরিক ও মানসিক নির্যাতনের’ শিকার হয়ে সৌদি আরব থেকে অন্তত ১২৮ বাংলাদেশি শ্রমিক গতরাতে (২০ জানুয়ারি) দেশে ফিরেছেন। তাদের অধিকাংশই গৃহকর্মী।

কর্তৃপক্ষ জানান, ফেরত আসা শ্রমিকদের মধ্যে ২০ বছর বয়সী কম বয়সের তিন নারী শ্রমিক শারীরিক এবং মানসিকভাবে এতোটাই দুর্বল যে তাদেরকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এ রেফার করেছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এক কর্মকর্তা বলেন, “একজন নারী শ্রমিক এতোটাই দুর্বল যে তিনি একটি কথাও বলতে পারছেন না।”

গতরাত ১০টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ফিরে আসেন বলেও জানান তিনি।

ব্যুরোর প্রবাসী কল্যাণ ডেস্ক এবং বিআরএসি মাইগ্রেশন প্রোগ্রামের তত্ত্বাবধানে দুর্বল তিন নারী শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিআরএসি মাইগ্রেশন প্রোগ্রামের মতে, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে প্রায় দেড় হাজার নারী গত বছর সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

ব্যুরোর এক কর্মকর্তার আরও জানান যে প্রবাসী পুরুষ শ্রমিকদেরও অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ, রেসিডেন্সি পারমিট থাকা সত্ত্বেও সৌদি পুলিশ তাদেরকে আটক করে এবং দেশে ফেরত পাঠায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া