adv
২৫শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ যুবলীগের কাছে অনেক কিছু শেখার আছে, তাদের ফলো করুন – বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নতুনত্ব নিয়ে এসেছে। দক্ষিণের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। তাদেরকে ফলো করুন।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যুবলীগ বক্তৃতার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। আওয়ামী লীগের সমাবেশে বিভিন্ন সংগঠন মিছিলসহ আসে। তারা বাংলাদেশের প্রতীক লাল-সবুজের সমারোহ ঘটায়। নেত্রীর জনসভাকে নান্দনিক রুপ দিয়ে থাকে। দক্ষিণের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত সুসংগঠিতভাবে মাঠে থাকে। নেত্রীর বক্তৃতা শেষ হলেই তারা মাঠ ছাড়ে। দক্ষিণের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

তিনি বলেন, দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে জনসভায় মিছিল নিয়ে আসে, আবার ট্রাকে করে চলেও যায়। যারা এই যাওয়ার আসার মধ্যে থাকেন, তাদেরকে বলুন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগকে ফলো করতে। নেত্রীর জনসভা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকুন। যারা শেখ হাসিনার কথা শেষ না করেই চলে যায়, তারা কোনভাবেই সাচ্চা কর্মী নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন বক্তৃতা কম, এ্যাকশন বেশি। যুবলীগ বক্তৃতার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। ওমর ফারুক চৌধুরী সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজনীতির উপর গবেষণা হচ্ছে, বিভিন্ন পুস্তক প্রকাশিত হচ্ছে। এগুলো এ্যাসেট। মানুষ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নতুনভাবে জানতে পারছে। এই কাজটি করার দায়িত্ব ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগ যা করতে পারেনি, যুবলীগ তা করে দেখিয়েছে। যুবলীগ যে নেতৃত্বের সূচনা শুরু করেছে, আগামীতে সে সোনালী ফসল ঘরে তুলতে পারবো।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

এ সময় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, শেখ হাসিনা দলের উর্ধ্বে চলে গেছেন। তিনি এখন জনগণের নেতা। এখন আওয়ামী লীগের রাজনীতি করতে গেলে শেখ হাসিনার চিন্তা, দর্শন উপলদ্ধি করতে হবে। আওয়ামী লীগকে বুঝতে হবে দেশের মালিক জনগণ, এটাই শেখ হাসিনার দর্শন। এজন্য তিনি দল দেখেন না, দেখেন জনস্বার্থ। তাই নেতাকর্মীদের বলি, কারো উপর খবরদারি করবেন না। সাবধান হয়ে যান।

সভাপতির ভাষণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, একাদশ জাতীয় সংসদ নিবাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজয় উৎসবের অংশ হিসেবে আগামী ১৯ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভার আয়োজন করা হয়ছে। ওই জনসভায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে জানান দিতে চায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সত্যিকারের শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠন। আমরা লাল-সবুজ ফিতা, সবুজ ক্যাপ ও গেঞ্জি পরিহিত অবস্থায় দুপুরের আগেই জনসভাস্থলে প্রবেশ করবো। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে উপস্থিত থেকে সভাকে সাফল্য মন্ডিত করবো।

জয় পরাজয় আরো খবর

Comments are closed.

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া