adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজি থেকে নেইমারকে ফেরাতে বার্সেলোনায় গোপন সভা

স্পোর্টস ডেস্ক : নেইমারকে আবার বার্সেলোনায় ফিরিয়ে আনার তৎপরতা বেশ আগেই শুরু হয়েছে। এবার সেটা আরও বেগ পেল।

২০১৭তে ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। প্যারিসেও দারুণ সফল ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে ২০ ম্যাচে ১৮ গোল করে ফেলেছেন।

বুধবার রাতে ফরাসি লিগ কাপে গোল করে পিএসজিতে যোগ দেয়ার পর ৭০তম গোলের সঙ্গে নাম জড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ২০১৭’র আগস্টে প্যারিসে যাওয়ার পর নিজে ৪৬ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৪টি গোলে। পিএসজির হয়ে এই ল্যান্ডমার্ক ছুঁতে তাকে খেলতে হয়েছে মাত্র ৫১ ম্যাচ।

তাই ফর্মে থাকা নেইমারকে আবার ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু করেছেন ক্যাম্প ন্যু কর্মকর্তারা। এরইমধ্যে নতুন চুক্তি নিয়ে নেইমারের বাবার সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন তারা।

রেডিও কাতালুনিয়ার খবর, বার্সেলোনার প্রতিনিধি আন্দ্রে কারি উড়ে গিয়েছিলেন ব্রাজিলে। কথাবার্তার পর তিনি দাবি করেছেন, সবকিছু ঠিকঠাকভাবে এগোচ্ছে।

গত নভেম্বরে লন্ডনে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল ব্রাজিল। দলে ছিলেন নেইমার। লন্ডনে ছিলেন নেইমারের বাবাও। তখন তার বাবার সঙ্গে দেখা করে বার্সার প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলের এজেন্ট পিনি জাহাবি।

এই জাহাবিই দুই মৌসুম আগে নেইমারকে পিএসজি যেতে বড় ভূমিকা রেখেছিলেন। এখন আবার তিনিই নেইমারকে বার্সায় ফেরাতে উদ্যোগী। কারণও আছে। সম্প্রতি বার্সার সঙ্গে জাহাবির দহরম-মহরম যে বেড়েছে।

নেইমার বার্সা ছাড়লেও লিওনেল মেসির সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। আর এই কথাটা ফুটবল মহলের সবাই বেশ ভালো করে জানে। সেই মেসি এবং কাতালান কোচ আর্নেস্টো ভালভার্দে নেইমারকে ফেরত চাচ্ছেন। – মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া