adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঠেই কোহলি -আনুশকার কোলাকুলি

স্পোর্টস ডেস্ক : দু’জনের চোখেই জল। কেউ কিছু বলতে পারছেন না। এরপর আনুশকার মাথায় হাত রাখলেন বিরাট কোহলি। আবেগ আর বাধ মানল না। মাঠেই স্বামী-ভারত অধিনায়ক কোহালিকে জড়িয়ে ধরলেন আনুশকা শর্মা।

দু’জনেই হেসেও ফেললেন। জানালেন শুভেচ্ছা। এমনই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা।

জয়ের সাফল্য। প্রিয়জন সেই জয়ের কা-ারী বললে ভুল হবে না। কোহলি বরাবরই বলেন, আনুশকা তার জীবনের অন্যতম অনুপ্রেরণা। আর কোহলির অধিনায়কত্বে ভারতের এই ঐতিহাসিক সিরিজ জয়ের সাক্ষী রইলেন স্ত্রী আনুশকাও। আবেগপ্রবণ হয়ে এভাবেই শুভেচ্ছা জানালেন কোহলিকে।

আনুশকা নিজেও তাই ব্যস্ত শিডিউল সামলে ক্রিকেটে ম্যাচে উপস্থিত থেকে কোহলিকে অনুপ্রেরণা দেন। প্রচারমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কোহলি সম্পর্কে বহুবার বলেন, এই বিশ্বের সেরা মানুষটির সঙ্গেই বিয়ে হয়েছে আমার।

এদিন আনুশকা কোহলিকে এভাবে শুভেচ্ছা জানানোর পরই ‘অ্যাডরেবল কাপল’-এর ছবিগুলো ভাইরাল হয়ে যায়। বিরাট আনুশকার কাঁধে হাত রেখেই এ দিন ছিলেন মাঠে। আনুশকার মুখে গর্বের হাসি। প্রিয়জনের নেতৃত্বে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী তিনি। বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা ক্রিকেট অনুরাগী আনুশকাকে দেখে ‘প্রাউড ওয়াইফ’ বললে খুব একটা ভুল হবে না।

আনুশকাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আগেও বলেছেন , অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, জনপ্রিয় দম্পতি হওয়ায় কীভাবে নিজেদের তারকাসূলভ ইমেজ বাদ দিয়ে দু’জনে রয়েছি। তাদের জানিয়ে দিই, বিষয়টিকে এভাবে দেখি না আমরা কেউ। এটা তখনই হবে, যখন আমাদের সম্পর্ক খারাপ হবে।

কপিল দেব, রাহুল দ্রাবিড় বা মাহিন্দ্র সিংহ ধোনি যা পারেননি। খুব কাছে গিয়েও ফিরে এসেছিলেন সৌরভ গাঙ্গুলীও। বিরাট কোহালির হাত ধরে এবার সেই অধরা ইতিহাসকে ছুঁয়ে ফেলল ভারতীয় ক্রিকেট দল। ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরছে ভারত। স্বামীর অধিনায়কত্বে সেই ইতিহাস ছোঁয়ার সাক্ষী রইলেন আনুশকাও। -কলকাতা২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া