adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুর-চট্টগ্রামের ম্যাচ দিয়ে শনিবার বিপিএল শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশে-বিদেশে বেশ ভালোই সাড়া ফেলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামীকাল শনিবার মাছে গড়াচ্ছে বিপিএলের ষষ্ঠতম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। শিরোপা ধরে রাখার মিশনে রংপুর রাইডার্সে সামনে চিটাগং ভাইকিংস। অন্যদিকে রাজশাহী কিংসের প্রতিপক্ষ শিরোপা পুনরুদ্ধারে নামা ঢাকা ডাইনামাইটস। রংপুর-চিটাগং ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে বারোটায় এবং দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়।

উদ্বোধনী ম্যাচ ঘিরে পরিকল্পনার কোনো কমতি রাখেনি বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মাশরাফি ও টম মুডি জুটির দারুন বোঝিাপড়ায় এবারও ভালো কিছুর আশা করছে দলটি। তবে কিছু দূর্বলতা ভাবাচ্ছে রাইডারদের। ডেথ ওভারে বল হাতে প্রতিপক্ষের বাঁধা হবে এমন বিশেষজ্ঞ বোলার নেই রংপুরের স্কোয়াডে। যা নিয়ে কিছুটা দুশ্চিন্তার ভাঁজ পড়েছে রংপুরের অধিনায়ক মাশরাফির কপালে।

গত আসরে ডেথ বোলার হিসেবে রংপুরে ছিলেন রুবেল হোসেন, থিসারা পেরেরা ও লাসিথ মালিঙ্গারা। বল হাতে শেষ ওভারগুলোতে দারুণভাবে খেলার মোড় ঘুরিয়েছিলেন তারা। এবার তাদের কাউকেই দলে ভেড়াতে পারেনি রংপুর। তাদের পরিবর্তে দেশীয় বোলারদের উপর ভরসা রাখতে হচ্ছে দলটিকে।

আজ শুক্রবার মিরপুরের একাডেমি মাঠে দলের পরিকল্পনা নিয়ে মাশরাফি জানান, ‘ফরহাদ রেজা ও শফিউলকে দিয়ে চালিয়ে নিতে হবে। এরপরে বিদেশিদের ভালোভাবে ব্যাবহার করতে হবে। একটা টিমের সব পার্ট গুলাই শক্তিশালী করা কঠিন। ম্যানেজ করতে হবে আর কি।’ তাছাড়া বোলিংয়ে ওপেন করা মাশরাফিকে এবারের বিপিএলে ডেথ ওভারের দায়িত্ব তুলে নিতে দেখা যেতে পারে। তবে শেষ মুহূর্তে অভাব মোচন করতে উইন্ডিজ থেকে শেলডন কোট্রেলকে দলে নিয়েছে রংপুর।

চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া নিয়ে চিন্তিত নয় বন্দর নগরীর দল চিটাগং ভাইকিংস। তরুনদের নিয়ে গড়া দলের ওপরই ভরসা রাখতে চাইছেন চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিরা। খালেদ, নাঈম, সাদমান রবিউল নিহাদ সবাই জুনিয়র টিমের ক্রিকেটার। আশরাফুল, মোসাদ্দেক ও মুশফিক আছেন দলের সিনিয়র তারকা। বিদেশি কিছু তারকাও দলে ভিড়িয়েছে তারা।

আফগানিস্তানের শেহজাদ, নজিবুল্লাহসহ আছেন নিউজিল্যান্ডের লুক রনচি, জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ভারসাম্যপূর্ণ দল গড়ে শিরোপাধারীদেরকে চ্যালেঞ্জ জানিয়েছেন ভাইকিংসদের কোচ সাইমন হেলমট। এবারই প্রথম বিপিএলের দায়িত্ব নিতে এসেছেন এই অজি কোচ।

দিনের অপর ম্যাচে সাকিব আল হাসানের ঢাকাকে মোকাবেলা করবে উত্তরাঞ্চলের দল রাজশাহী কিংস। সিনিয়র অনেক তারকা থাকা সত্ত্বেও উত্তরবঙ্গে এই দলটির নেতৃত্বের ভার পড়েছে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের কাঁধে। জাতীয় দলের বর্তমান ও ভবিষ্যত অধিনায়কের লড়াইটা, যে বেশ জমে উঠবে তা বলার অপক্ষো রাখে না। কেননা তারকায় ঠাসা দু’দলই চাইবে জয় দিয়ে আসর শুরু করতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া