adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মতিয়া চৌধুরী লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন

ডেস্ক রিপাের্ট : শেরপুরের ৩টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে উদ্দীপনা লক্ষ করা গেছে।

শেরপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী নকলার বানেশ্বর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে সকাল ৯টা ৫ মিনিটে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই তার নিজের ভোট প্রদান করেছেন।

এ সময় তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেউ যদি জয়-পরাজয়কে মানতে না পারে সে গণতন্ত্রের শত্রু।

এর আগে সকাল ৮টায় শেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক দক্ষিণ তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন।

অন্যদিকে হুইপ আতিক জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, শেরপুরে যে উন্নয়ন হয়েছে, তাতেই এলাকার মানুষ আবারও ভোট দিয়ে আমাকে পঞ্চমবারের মতো নির্বাচিত করবে। ফল যাই হোক তিনি তা মেনে নেবেন বলে সাংবাদিকদের জানান।

এদিকে দেশের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী শেরপুর সদর-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন জেলা শহরের শিংকপাড়ার দিশা স্কুল অ্যান্ড প্রিপারেটরি ভোটকেন্দ্রে সকাল ৮টা ২৬ মিনিটে ভোট প্রদান করেন। এ সময় তিনি মামলা-হামলার কারণে সব কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি বলে সাংবাদিকদের অভিযোগ করেন।

শেরপুর ৩টি আসনে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ৪৫০ সেনা সদস্য, ১২৬ বিজিবি, র্যাবসহ ৫০ জনের টিম রয়েছে। এ ছাড়া প্রতি কেন্দ্রে ১২ আনসার, পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৭টি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ আদালত রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া