adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাঙ্কিংয়ে ‘অলরাউন্ডার’ রিয়াদের চমক

স্পাের্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টেয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। কিন্তু সিরিজে বাংলাদেশের সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসের পারফরম্যান্স ছিল নজর কাড়ার মতো। রিয়াদ একজন অলরাউন্ডার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসাবেই তিনি বেশি পরিচিত। মাঝে মধ্যে পার্টটাইম বোলার হিসাবে বল করে থাকেন তিনি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দারুণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেছেন রিয়াদ। ব্যাটিংয়ে ৬৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট।

সিরিজের শেষ ম্যাচে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন রিয়াদ। টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন রিয়াদ। আইসিসি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় পঞ্চম অবস্থান থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছেন তিনি। ব্যাটম্যানদের তালিকায় দুই ধাপ উন্নতি করে ৩১তম অবস্থানে উঠে এসেছেন তিনি। বোলারদের তালিকায় ১৭ ধাপ উন্নতি করে বর্তমানে ৫১তম অবস্থানে আছেন তিনি।

সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও তিন বিভাগেই উন্নতি করেছেন। ব্যাটিংয়ে সাত ধাপ উন্নতি করে ৩৭তম অবস্থানে উঠে এসেছেন তিনি। বোলারদের তালিকায় দশম অবস্থান থেকে তিন ধাপ উন্নতি করে এখন সপ্তম অবস্থানে আছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ উন্নতি করে তিনি উঠে এসেছেন দ্বিতীয় অবস্থানে।

তিন ম্যাচেই উজ্জ্বল ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিন ম্যাচে তার মোট রান ১০৩। এর মধ্যে একটি হাফ সেঞ্চুরি রয়েছে। সিলেটে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ৬১ রান করেছিলেন টাইগার অধিনায়ক। সিরিজে চতুর্থ সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সাকিব ছিলেন দুর্দান্ত। সিরিজের সেরা উইকেটশিকারি বোলার তিনি। তিন ম্যাচে তার মোট উইকেট সংখ্যা আটটি। এর মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন সাকিব। এটি সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং।

বাংলাদেশের ওপেনার লিটন দাস সিরিজের দ্বিতীয় সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। তিন ম্যাচে তার রান সংখ্যা ১০৯। এর মধ্যে একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। র‌্যাঙ্কিংয়ে লিটন দাসও ব্যাপক উন্নতি করেছেন। ব্যাটসম্যানদের তালিকায় ২৬ ধাপ উন্নতি করে ৪৭তম অবস্থানে উঠে এসেছেন এই ওপেনার। এটি তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং।

র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের। দুই ধাপ নেমে তিনি এখন আছেন ৪১তম অবস্থানে। বাংলাদেশ দলের আরেক ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেননি। র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ নেমে তিনি এখন আছেন ৫২তম অবস্থানে। বোলারদের মধ্যে দুই ধাপ নেমে মোস্তাফিজুর রহমান আছেন ২৪তম অবস্থানে।

ক্যারিবীয় ওপেনার এলিন লুইস ব্যাটসম্যানদের তালিকায় ১১ ধাপ উন্নতি করে চতুর্থ অবস্থানে উঠে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের আরেক ওপেনার শাই হোপ ৮২ ধাপ উন্নতি করে ৮০তম অবস্থানে উঠে এসেছেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিকোলাস পুরান ১৬ ধাপ উন্নতি করেছেন। ব্যাটস্যমানদের তালিকায় তিনি এখন আছেন ৮৮তম অবস্থানে। এটি তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। বোলারদের মধ্যে ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট আট ধাপ উন্নতি করে ২২তম অবস্থানে উঠেছেন। ৪২ ধাপ উন্নতি করেছেন পেসার কিমো পল। তিনি আছেন ৩০তম অবস্থানে। সিরিজের শেষ ম্যাচে ১৫ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন কিমো পল। ওয়েস্ট ইন্ডিজের আরেক পেসার শেলডন কটরেল ৬৪ ধাপ উন্নতি করে এখন ৮৮তম অবস্থানে আছেন। স্পিনার ফ্যাবিয়ান অ্যালেন ৮৬ ধাপ উন্নতি করে আছেন ৯৯তম অবস্থানে। তবে র‌্যাঙ্কিংয়ে দল হিসাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ কোনো দলেরই পরিবর্তন হয়নি। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের অবস্থান দশম। আর ওয়েস্ট ইন্ডিজের অবস্থান সপ্তম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া