adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস-থ্রিহুইলার সংঘর্ষে শিশুসহ নিহত ১১

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় বাস ও থ্রি-হুলারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন শিশু ও একজন নারী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক রুবেল শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও থ্রি-হুইলার দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন যাত্রী নিহত ও ১৫ জন আহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমার সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া