adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা পতনের পর ঊর্ধ্বমুখী বাজার

ডেস্ক রিপাের্ট : টানা আট কার্যদিবসে ধারাবাহিক পতন শেষে ঘুরে দাঁড়িয়েছে বাজার। মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১৫.৫৮ পয়েন্ট বেড়েছে। দিনশেষে ডিএসইতে ৩৩৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক সিএসসিএক্স ১১.৫৯ পয়েন্ট বেড়েছে। এসময় সিএসইতে ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ১০৩টির ও দর অপরিবর্তিত ছিল ৫৭টি প্রতিষ্ঠানের। দিনশেষে ডিএসইতে ৮ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ১১৪টি শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৯ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১৪ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ আগের কার্যদিবসের তুলনায় ডিএসই’র লেনদেন বেড়েছে ১৯ কোটি ৫৩ লাখ টাকা।

লেনদেন শেষে ডিএসই’র সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৫.৫৮ পয়েন্ট। এসময় ডিএসইএক্স সূচক ৫২৩৩ পয়েন্টে স্থিতি পেয়েছে। অপরদিকে, ডিএসইএস সূচক ৩.৬৯ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ১.২৫ পয়েন্ট বেড়েছে।

দিনশেষে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। দিনশেষে কোম্পানিটির ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ইউনাইটেড পাওয়ার, কোম্পানিটির ১১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইফাদ অটোস।

টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, সোনালী আঁশ, আনলামি ইয়ার্ন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার কোম্পানি, ভিএফএস থ্রেড ডাইং ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ৮৭টির ও দর অপরিবর্তিত ছিল ৩৬টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসই’র সাধারণ মূল্যসূচক আগের কার্যদিবসের তুলনায় ১১.৫৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭০৯ পয়েন্টে স্থিতি পেয়েছে। এসময় সিএসইতে টার্নওভার তালিকার শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া