adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিসংখ্যানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ, আত্মবিশ্বাসে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : গতি এবং শক্তির ঝলক দেখা যায় ক্রিকেটের সর্বাপেক্ষা আধুনিক সংযোজন টি-২০ ফরম্যাটে। আগামীকাল উইন্ডিজের বিরুদ্ধে ১ম টি-২০ দিয়ে সিলেটে শুরু হবে টাইগারদের টি-২০ অভিযান। টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে টাইগাররা। হোম অ্যাডভেন্টেজও পাবে সাকিব এন্ড কোং। তবে ফরম্যাট যত সংক্ষিপ্ত হয় ক্যারিবীয়রা ততই ভয়ঙ্কর হয়ে ওঠে এটা মনে রাখতে হবে।

টি-২০ সিরিজ শুরুর আগে এক ঝলকে দেখে নেয়া যাক দ্রুতগতির এই ফরম্যাটে দুই দেশের আদ্যপান্তঃ

বাংলাদেশ

র‍্যাংকিংঃ ১০ (পয়েন্ট ২০৬৬, রেটিং ৭৭)

সর্বমোট ম্যাচঃ ৮২; জয়ঃ ২৫; হারঃ ৫৫; ড্রঃ ০; ফলাফল শূন্যঃ ২; জয়ের হারঃ ৩১.২৫%

সর্বোচ্চ স্কোরঃ ২১৫/৫ (১৯.৪ ওভার) বনাম শ্রীলঙ্কা; (কলম্বো, মার্চ ১০ ২০১৮)

সর্বনিম্ন স্কোরঃ ৭০ (১৫.৪ ওভার) বনাম নিউ জিল্যান্ড (কোলকাতা, মার্চ ২৬ ২০১৬)

সেরা ব্যাটসম্যানঃ

তামিম ইকাবাল (মোট রান ১৫২৮; সর্বোচ্চ ১০৩*; শতক ১টি; অর্ধশতক ৬টি)

সাকিব আল হাসান (মোট রান ১৩৬৮; সর্বোচ্চ ৮৪; শতক নেই; অর্ধশতক ৭টি)

মাহমুদুল্লাহ (মোট রান ১১৮৫; সর্বোচ্চ ৬৪*; শতক নেই; অর্ধশতক ৩টি)

মুশফিকুর রহিম (মোট রান ১১৩১; সর্বোচ্চ ৭২*; শতক নেই; অর্ধশতক ৪টি)

সেরা বোলারঃ

সাকিব আল হাসান (মোট উইকেটঃ ৮০; সর্বোচ্চ ১৫/৪)

আব্দুর রাজ্জাক (মোট উইকেটঃ ৪৪; সর্বোচ্চ ১৬/৪)

মুস্তাফিজুর রহমান (মোট উইকেটঃ ৪৩; সর্বোচ্চ ২২/৫)

মাশরাফি মর্তুজা (মোট উইকেটঃ ৪২; সর্বোচ্চ ১৯/৪)

এছাড়াও, টি-২০তে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি সফলতা পেয়েছে মুশফিকুর রহিম (২৩ ম্যাচে ৮টি জয়)। সর্বোচ্চ পার্টনারশিপ তামিম ইকবাল-মাহমুদুল্লাহ (২য় উইকেট জুটিতে ১৩২* রান)। সব থেকে বেশি ক্যাচ ধরেছেন নাসির হোসেইন (১৪টি)। সব থেকে শূন্য রানে সব থেকে বেশি আউট হয়েছেন তিনজন সৌম্য সরকার, মাশারাফি মর্তুজা ও তামিম ইকবাল (প্রত্যেকে ৬ বার করে)।

ওয়েস্ট ইন্ডিজ

র‍্যাংকিংঃ ৭ (পয়েন্ট ২৪৪৪, রেটিং ১০২)

সর্বমোট ম্যাচঃ ৮২; জয়ঃ ৩৯; হারঃ ৩৭; ড্রঃ ৩; ফলাফল শূন্যঃ ৩; জয়ের হারঃ ৫১.২৭%

সর্বোচ্চ স্কোরঃ ২৪৫/৬ (২০ ওভার) বনাম ভারত; (ফ্লোরিডা, আগস্ট ২৮ ২০১৬)

সর্বনিম্ন স্কোরঃ ৬০ (১৩.৪ ওভার) বনাম পাকিস্তান (করাচী, এপ্রিল ১ ২০১৮)

সেরা ব্যাটস ম্যানঃ

মারলন স্যামুয়েলস (মোট রান ১৬১১; সর্বোচ্চ ৮৯*; শতক নেই; অর্ধশতক ১০টি)

ক্রিস গেইল (মোট রান ১৬০৭; সর্বোচ্চ ১১৭; শতক ২টি; অর্ধশতক ১৩টি)

ডোয়াইন ব্রাভো (মোট রান ১১৪২; সর্বোচ্চ ৬৬*; শতক নেই; অর্ধশতক ৪টি)

সেরা বোলারঃ

স্যামুয়েল বদ্রি (মোট উইকেটঃ ৫৪; সর্বোচ্চ ১৫/৪)

ডোয়াইন ব্রাভো (মোট উইকেটঃ ৫২; সর্বোচ্চ ২৮/৪)

সুনিল নারিন (মোট উইকেটঃ ৫০; সর্বোচ্চ ১২/৪)

ড্যারেন সামি (মোট উইকেটঃ ৪৪; সর্বোচ্চ ২৬/৫)

এছাড়াও, টি-২০তে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি সফলতা পেয়েছেন ড্যারেন সামি (৪১ ম্যাচে ২২টি জয়)। সর্বোচ্চ পার্টনারশিপ ক্রিস গেইল-মারলন স্যামুয়েলস (২য় উইকেট জুটিতে ১৫২ রান)। । সব থেকে বেশি ক্যাচ ধরেছেন ডোয়াইন ব্রাভো (৩০টি)। শূন্য রানে সব থেকে বেশি আউট হয়েছেন আন্দ্রে রাসেল (৬ বার)। (তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ও ইএসপিএন)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া