বাংলাদেশের পেস দুর্বলতা কাজে লাগাতে চায় উইন্ডিজ
স্পাের্টস ডেস্ক : টানা ব্যর্থতায় ডুবে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিলিটে জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায়। যার জন্য ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই সমান নজর দিচ্ছে সফরকারীরা।
গতকাল এই প্রসঙ্গে ক্যারিবীয় দলের অধিনায়ক বলেন রোভম্যান পাওয়েল বলেছেন, ‘আমাদের খেলার তিনটি দিক নিয়ে কাজ করতে হবে। এমন নয় যে, খেলায় আমরা শুধু ব্যাটিং করছি, তাই এটা নিয়েই শুধু কাজ করতে হবে। আমাদের এখনও আমাদের বোলিং এবং ফিল্ডিংয়ের উন্নতিতেও মনোযোগ দিতে হবে।’
তাছাড়া বাংলাদেশের পেস দুর্বলতাকে কাজে লাগাতে চান ক্যারিবীয় অধিনায়ক। তিনি বলেন, ‘নিশ্চয়ই বাংলাদেশ পেস বোলিং পছন্দ করে না! তাই আমরা এই দিকটায় গুরুত্ব দিচ্ছি। আশা করছি, শেষ ম্যাচে সেটা কাজে লাগাতে পারব।’
লাক্কাতুরায় বৃটিশ স্থাপত্বের সঙ্গে চা বাগান, টিলা আর সবুজ গাছপালার অনুপম প্রাকৃতিক সৌন্দর্যের আদলে গড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পাহাড়ের কোল ঘেঁষে থাকা এই ভেন্যুতে মুগ্ধ পাওয়েল। সংবাদ সম্মেলনে আসতেই সবুজে ঘেরা মাঠ নিয়ে সফরকারী অধিনায় বলেন, ‘এটি একটি সুন্দর স্টেডিয়াম। এখানাকার সুযোগ-সুবিধাতেও আমি বিস্মিত। আমি সত্যিই এই ভেন্যুতে এসে অবাক। এটাকে দেখতে খুব ভাল দেখায়।’