adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের কাছে মেজর হাফিজের নালিশ -সন্ত্রাসীদের ভয়ে এলাকায় যেতে পারছি না

নিজস্ব প্রতিবেদক : রাজধানী থেকে সন্ত্রাসীরা গিয়ে ভোলার তার সংসদীয় এলাকায় অবস্থান নিয়েছে-এমন অভিযোগ করে ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বলেছেন, এসব সন্ত্রসীদের ভয়ে এলাকায় যেতে পারছি না। তারা প্রকাশ্যে রাস্তাঘাটে অস্ত্র নিয়ে টহল দিচ্ছে, নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে এসব অভিযোগ করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এসময় তিনি ভোলার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর কাছে।

ভোলা-৩ আসন থেকে ছয়বার নির্বাচিত হয়েছেন হাফিজউদ্দিন আহমদ। এবারও তিনি এই আসনে বিএনপির টিকিটে ভোট করছেন।এই আসনে হাফিজের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এমপি নুরুনব্বী চৌধুরী শাওন।

হাফিজের অভিযোগ, সন্ত্রাসীদের ভয়ে আমি নির্বাচনী এলাকায় যেতে পারছি না। আমার কর্মী সমর্থকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হচ্ছে।

হাফিজ বলেন, প্রতিপক্ষ ইতোমধ্যে সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখাতে শুরু করেছে। আমার নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন বেড়ে চলেছে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সেলিমসহ বহু নেতাকে প্রতিপক্ষরা মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। ৩৫ জন যুবদলকর্মীকে হামলা করে আহত করার পর উল্টো এসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে

এসব বিষয়ে পুলিশ নির্বিকার এমন অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, আমার নির্বাচনী এলাকায় ভোটারদের জানমালের কোনো নিরাপত্তা নেই। অস্ত্রধারীরা প্রকাশ্যে ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশ তাদের দেখেও না দেখার ভান করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া