adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তামিম-মুশফিকের শতরানের জুটিতে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে ওপেনার লিটন দাশ দলীয় দ্বিতীয় ওভারে ওশানে থমাসের তৃতীয় বলে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
অন্যদিকে, তৃতীয় উইকেটে নামা ইমরুলও থমাসের পরের ওভারে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন। এতে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। তবে মুশফিক-তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় টিম বাংলাদেশ। একই সঙ্গে এই জুটির মাধ্যমে ওয়ানডেতে দেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের জুটি গড়ার রেকর্ডে নাম লেখান তারা।

মঙ্গলবার চতুর্থ ওভারে জুটি বাঁধেন তামিম-মুশফিক। ২৪তম ওভারে তামিমের বিদায় দিয়ে ভাঙে ১১১ রানের চমৎকার জুটি। ওয়ানডেতে এটি তাদের পঞ্চম শতরানের জুটি।

এই ম্যাচের আগে ৭৪ ইনিংসে জুটি বেঁধে চারটি শতরানের জুটি গড়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিক। ৪২ ইনিংসেই তাদের পেছনে ফেলে দিল মুশফিক-তামিম জুটি।
৪২ ইনিংসে ৪৩.৪৬ গড়ে ১ হাজার ৬৯৫ রান তোলেন ওপেনার তামিম ও উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিক। পাঁচটি শতরানের সঙ্গে তাদের সাতটি পঞ্চাশ ছোঁয়া জুটি আছে।
পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে পরপর দুই ইনিংসে ১৭৮ ও ১১৮ রানের জুটি গড়েছিলেন তামিম-মুশফিক। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৬ ও ভারতের বিপক্ষে ১২৩ রানের দুটি শতরানের জুটি গড়েন তারা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়ে সাকিব-মুশফিকের চারটি শতরানের জুটিকে পেছনে ফেলল তামিম-মুশফিক জুটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া